মুর্শিদাবাদ: বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও, রবিবার তাপমাত্রা জ্বালা ধরাতে পারে মুর্শিদাবাদে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এ দিন মুর্শিদাবাদের তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, আবহাওয়া আংশিক রৌদ্রকরোজ্জ্বল থাকবে। বৃষ্টির জেরে কোথাও কোথাও আকাশ মেঘলা থাকলেও, গরম অনুভূত হবে।


বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদে


আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার মুর্শিদাবাদের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রির আশেপাশে। বাতাসে আর্দ্রতা থাকবে ৬৬ শতাংশ। রাতের দিকে তা বেড়ে ৮১ শতাংশ হতে পারে। আকাশ মেঘলা থাকার পাশাপাশি এ দিন মুর্শিদাবাদে দৃশ্যমানতা থাকবে আট কিলোমিটার।


একনজরে দেখে নেওয়া যাক মুর্শিদাবাদের আজকের আবহাওয়ার আপডেট- 


সর্বোচ্চ তাপমাত্রা- ৩৫ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ২৭ ডিগ্রি সেলসিয়াস


সামগ্রিক আবহাওয়া- মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টি, গরম


বাতাসের গতিবেগ- ঘণ্টায় ১৫-৩০ কিলোমিটার 
আর্দ্রতা - ৬৬ শতাংশ


আরও পড়ুন: Jalpaiguri And Alipurduar: আজ কেমন থাকবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের আবহাওয়া?


দক্ষিণবঙ্গের সর্বত্র হালকা বৃষ্টির সম্ভাবনা


বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি মুর্শিদাবাদে মৃদু ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ঘণ্টায় ১৫ থেকে ৩০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। বেলডাঙা, কান্দি, লালগোলা জঙ্গিপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। 


সামগ্রিক ভাবে এ দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তার জেরে তাপমাত্রায় সামান্য পতন লক্ষ্য করা গেলেও, উত্তরে তাপমাত্রা তুলনামূলক বেশি থাকবে বলে জানানো হয়েছে। এ দিন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা, হাওড়া এবং হুগলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। হালকা বৃষ্টি হবে মুর্শিদাবাদ এবং বর্ধমানেও। তবে মুষলধারে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।


রাজ্য়ের পশ্চিমের জেলা মুর্শিদাবাদ ২৪ ডিগ্রি ৫০ মিনিট থেকে ২৩ ডিগ্রি ৪৩ মিনিট উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রি ৪৬ মিনিট পূর্ব থেকে ৮৭ ডিগ্রি ৪৯ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। মোট ৫ হাজার ৩৪১ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান।