বহরমপুর: পুজো শেষ হতে চলেছে। আর তার সঙ্গেই শীত শীত ভাব জানান দিতে শুরু করেছে। চলতি সপ্তাহেই তাপমাত্রার পারদ নামতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সোমবার থেকেই তার সূচনা ঘটেছে। এমনিতেই বিকেলের দিকে মিঠে রোদ ভালই লাগছে। শীত আসার খবরে তাই অনেকে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। মঙ্গলবার মুর্শিদাবাদ (Weather update) তাপমাত্রা ৩০ ডিগ্রির আশেপাশে থাকলেও, রাতের দিকে পারদ নামবে অনেকটাই।
মঙ্গলবার মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে মুর্শিদাবাদ জেলায়। এদিন আবহাওয়া সহিষ্ণু হবে। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন জেলার তাপমাত্রা ৩০ ডিগ্রির আশেপাশেই থাকবে দিনে বেলায়। ভোরের দিকে ধোঁয়াশার প্রকোপ থাকতে পারে। বিকেলের পর থেকে নামতে পারে তাপমাত্রা।
মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা নেই, গরম কমবে মুর্শিদাবাদ জেলায়
আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার মুর্শিদাবাদ জেলায় আকাশ পরিষ্কার মেঘলা থাকবে। সকালের দিকে গরম লাগলেও, বিকেল গড়াতে গড়াতে তাপমাত্রী সহনশীল হবে। থাকবে হালকা আর্দ্রতাজনিত অস্বস্তিও। ১০ থেকে ১৫ কিলোমিটার গতিবেগে বইতে পারে হাওয়া। (District Weather Updates)।
মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশে পাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাতের দিকে তাপমাত্রা তুলনামূলক কম থাকবে। জেলায় সকালে আপেক্ষিক আর্দ্রতার হার থাকবে ৬০ শতাংশের মতো। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার হার ৭৭ শতাংশের মতোই থাকবে বলে পূর্বাভাস মিলেছে।
একনজরে দেখে নেওয়া যাক মুর্শিদাবাদের আজকের আবহাওয়ার আপডেট-
সর্বোচ্চ তাপমাত্রা- ৩১ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ১৯ ডিগ্রি সেলসিয়াস
বাতাসের আপেক্ষিক আর্দ্রতা-৭৭ শতাংশ
সামগ্রিক আবহাওয়া-রাতের তাপমাত্রা আরও কমবে
সূর্যোদয়- সকাল ৫টা বেজে ৪৬ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৪টে বেজে ৫৪ মিনিট
আরও পড়ুন: Birbhum Weather Update: ছোট হয়ে আসছে দিন, বাড়ছে রাত... এই সপ্তাহেই শীত পড়বে বীরভূমে?
রাজ্য়ের পশ্চিমের জেলা মুর্শিদাবাদ ২৪ ডিগ্রি ৫০ মিনিট থেকে ২৩ ডিগ্রি ৪৩ মিনিট উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রি ৪৬ মিনিট পূর্ব থেকে ৮৭ ডিগ্রি ৪৯ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। মোট ৫ হাজার ৩৪১ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান।
এমনিতে সেপ্টেম্বরের শেষ দিকে বৃষ্টির দেখা মেলে না সেভাবে, যদি না প্রতিকূল পরিস্থিতি তৈরি হয় সাগরে। কিন্তু এবারে সেপ্টেম্বর অক্টোবরের শুরুতেও বৃষ্টি অব্যাহত ছিল। বর্ষার মেয়াদ দীর্ঘায়িত হওয়াতেই এমনটা ঘটেছে বলে মত আবহবিদদের। নভেম্বরের শুরুতে শীত শীত ভাব অনুভূত হতে শুরু করেছে। বিশেষ করে রাতের দিকে তাপমাত্রা অনেকটাই নীচে নেমে যাচ্ছে। এবারে শীত তাড়াতাড়ি আসতে পারে বলেও চলছে জল্পনা।