রানা দাস, পূর্ব বর্ধমান: ভিডিও (Video) তুলতে গিয়ে ফের জলে তলিয়ে গেলেন দুই ছাত্র। কাটোয়ার (Katwa) ঘটনা। ভাগীরথীর জলে দু'জন তলিয়ে গিয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। নিখোঁজ দু'জনেরই বাড়ি বর্ধমানে।
কী ছিল?
মৃতের নাম অভিষেক সিংহ ও দীপঙ্কর মুখোপাধ্যায়। ঘটনাটি কাটোয়া দেবরাজ ঘাটে দুপুর দেড়টা ঘটে। কাটোয়া পলিটেকনিক কলেজের ৫ ছাত্র বর্ধমান থেকে এসে কাটোয়ার ভাগীরথীর ঘাটে স্নান করতে নেমেছিলেন। সেখানে ভিডিও করার চেষ্টা করেন তাঁরা, প্রত্যক্ষদর্শীদের সূত্রে এমনই জানা গিয়েছে। জলের মধ্যে নেমে মজা করছিলেন অভিষেক-দীপঙ্কর। ছবি তুলছিলেন তাঁদের বন্ধুরা। হঠাৎ করেই দুই বন্ধু জলে তলিয়ে যান। কাটোয়া থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতর কর্মীরা নিখোঁজ দুই ছাত্রের উদ্ধারের কাজ শুরু করেছে। এর আগে, গত এপ্রিলে পুকুরে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু হয়েছিল দুই ভাইয়ের। বেহালায় ওই ঘটনাটি ঘটে। মৃতদের নাম শীতল ধানুকা ও শুভদীপ বড়ুয়া বলে জানিয়েছিল পুলিশ। দুজনেই নাবালক।
কী ঘটেছিল?
স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন সকালে শীতল ওরফে বাবু না তার মামাতো দাদা শুভদীপ দুজনেই বাড়ির কাছে একটি পুকুরে স্নান করতে যান। এর মধ্যে শীতলের বয়স ১৫, শুভদীপ ১৬। দুজনেরই বাড়ি কালীতলা আশুতি থানার অন্তর্গত জগন্নাথপুরের গোষ্ঠ তলায়। হঠাতই স্থানীয় এক মহিলা প্রথম দেখতে পান, দুই যুবক জলে ডুবে যাচ্ছে। তাঁরই চেঁচামেচিতে স্থানীয় লোকজন দুজনকে তোলার চেষ্টা করলেও বহুক্ষণ বাদে তা সম্ভব হয়। ঘটনাস্থলে আসে কালিতলা আশুতি থানার পুলিশ। ২ নাবালককেই পুকুর থেকে তুলে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠালে কর্তব্যরত চিকিৎকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনায় এলাকায় শোকের ছায়া। দোলের দিন কার্যত একই ধরনের দুটি ঘটনার সাক্ষী থাকে কলকাতা। কলকাতার দুই জায়গায় দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায় মার্চের গোড়ায়। মানিকতলার অরবিন্দপল্লিতে পুকুর থেকে উদ্ধার করা হয় বছর ৫০-এর সুশান্ত পাইনের মৃতদেহ। অন্যদিকে, একইভাবে রানিকুঠির একটি পুকুর থেকে উদ্ধার হয় ২৯ বছরের রাহুল হাজরার। স্থানীয় সূত্রে খবর, মৃত দু'জনই সকাল থেকে রঙ খেলছিলেন। তারপর পুকুরে স্নান করতে নেমে তলিয়ে যান দু'জনই। পরে পুলিশ এসে ডুবুরি নামিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে। দোল খেলার পর জলে নেমেই কি মর্মান্তিক পরিণতি ? খতিয়ে দেখা শুরু করে পুলিশ।
আরও পড়ুন:একুশের বিধানসভা নির্বাচনে কোভিডের আতঙ্ক ছড়িয়ে ভোট লুঠের অভিযোগ শুভেন্দুর