বহরমপুর: পুজো শেষ হতে চলেছে। আর তার সঙ্গেই শীত শীত ভাব জানান দিতে শুরু করেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত রোদ যদিও থাকে, তবে তা পুড়ে যাওয়ার মতো নয়। বরং বিকেলের দিকে মিঠে রোদ ভালই লাগছে। তাতে অনেকে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। হালকা বৃষ্টিও শুরু হয়েছে। শীতের অপেক্ষায় তাই দিন গুনছেন সকলে। মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ জেলায় (Weather update)। তাপমাত্রা ৩০ ডিগ্রির উপরে থাকলেও, রাতের দিকে হালকা ঠান্ডা অনুভূত হতে পারে।
মঙ্গলবার মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে মুর্শিদাবাদ জেলায়। এদিন আবহাওয়া সহিষ্ণু হবে। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন জেলার তাপমাত্রা ৩০ ডিগ্রির উপরেই থাকবে। ভোরের দিকে ধোঁয়াশার প্রকোপ থাকতে পারে।
মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা নেই, গরম কমবে মুর্শিদাবাদ জেলায়
আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার মুর্শিদাবাদ জেলায় আকাশ আংশিক মেঘলা থাকবে। তাপমাত্রা বেশ খানিকটা কমবে। থাকবে হালকা আর্দ্রতাজনিত অস্বস্তিও। ১০ থেকে ১৫ কিলোমিটার গতিবেগে বইতে পারে হাওয়া। (District Weather Updates)। আজ বৃষ্টির সম্ভাবনা ৪০ শতাংশ।
মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশে পাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাতের দিকে তাপমাত্রা তুলনামূলক কম থাকবে। একই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে বেলার দিকে। জেলায় সকালে আপেক্ষিক আর্দ্রতার হার থাকবে ৭৮ শতাংশের মতো। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার হার ৯০ শতাংশের মতোই থাকবে বলে পূর্বাভাস মিলেছে।
একনজরে দেখে নেওয়া যাক মুর্শিদাবাদের আজকের আবহাওয়ার আপডেট-
সর্বোচ্চ তাপমাত্রা- ৩০ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ২৪ ডিগ্রি সেলসিয়াস
বাতাসের আপেক্ষিক আর্দ্রতা-৭৭ শতাংশ
সামগ্রিক আবহাওয়া-আজ হালকা বৃষ্টির সম্ভাবনা, গরম কমবে
সূর্যোদয়- সকাল ৫টা বেজে ৩৮ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৫টা বেজে ০৩ মিনিট
রাজ্য়ের পশ্চিমের জেলা মুর্শিদাবাদ ২৪ ডিগ্রি ৫০ মিনিট থেকে ২৩ ডিগ্রি ৪৩ মিনিট উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রি ৪৬ মিনিট পূর্ব থেকে ৮৭ ডিগ্রি ৪৯ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। মোট ৫ হাজার ৩৪১ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান।
এমনিতে সেপ্টেম্বরের শেষ দিকে বৃষ্টির দেখা মেলে না সেভাবে, যদি না প্রতিকূল পরিস্থিতি তৈরি হয় সাগরে। কিন্তু এবারে সেপ্টেম্বর অক্টোবরের শুরুতেও বৃষ্টি অব্যাহত ছিল। বর্ষার মেয়াদ দীর্ঘায়িত হওয়াতেই এমনটা ঘটেছে বলে মত আবহবিদদের। তার উপর সিকিমের মেঘভাঙা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। তবে মহালয়া এবং দুর্গাপুজোর আগে দুর্যোগ আপাতত কেটে গিয়েছে।