বহরমপুর: অঝোরধারা বৃষ্টিতে পর পর কয়েক দিনে ভিজেছে রাজ্য। তবে এখনও অস্বস্তি রয়েছে গরমের। মাঝে নিম্নচাপের দৌলতে পারদ নেমে গিয়েছিল অনেকটাই। তীব্র দাবদাহ নেই এখন। তবে গরম রয়েছে মোটামুটি। রবিবার ছিটেফোঁটা বৃষ্টি হলেও হতে পারে মুর্শিদাবাদ জেলায় (Weather update)।  জোরে হাওয়াও বইতে পারে।  আবহাওয়া দফতরের তরফে এমনই ইঙ্গিত মিলেছে। 


অগাস্ট মাসেও গরমের চোখরাঙানি বজায় রয়েছে। তবে বৃষ্টির জেরে ঠান্ডা ভাব অনুভূত হচ্ছে। রবিবার ছিটেফোঁটা বৃষ্টি হলেও হতে পারে মুর্শিদাবাদ জেলায় (Murshidabad Weather), আবার নাও হতে পারে । তাপমাত্রায় তেমন বৃদ্ধি ঘটবে না। এদিন আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে বলে জানা গিয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়বে এবং তা ৩০ ডিগ্রির উপরেই থাকবে বলে জানা গিয়েছে। 


ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদে, নাও হতে পারে বৃষ্টি


আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার মুর্শিদাবাদ জেলায় আকাশ আংশিক মেঘলা  থাকবে।  তাপমাত্রা খানিকটা কমবে। থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।  তবে ১০ থেকে ১৫ কিলোমিটার গতিবেগে বইতে পারে হাওয়া।(District Weather Updates)। 


রবিবার মুর্শিদাবাদ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশে পাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাতের দিকে তাপমাত্রা তুলনামূলক কম থাকবে। একই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে বেলার দিকে। জেলায় সকালে আপেক্ষিক আর্দ্রতার হার থাকবে ৭৫ শতাংশের মতো। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার হার ৮৬ শতাংশের মতোই থাকবে বলে পূর্বাভাস মিলেছে। তবে বৃষ্টি হলে মিলবে স্বস্তি।


একনজরে দেখে নেওয়া যাক মুর্শিদাবাদের আজকের আবহাওয়ার আপডেট- 


সর্বোচ্চ তাপমাত্রা- ৩৩ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ২৭ ডিগ্রি সেলসিয়াস


বাতাসের আপেক্ষিক আর্দ্রতা-৮৬ শতাংশ


সামগ্রিক আবহাওয়া-দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা, থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি


সূর্যোদয়- সকাল ৫টা বেজে ১৩ মিনিট


সূর্যাস্ত- সন্ধে ৬টা বেজে ০৬ মিনিট


আরও পড়ুন: Jadavpur University: ছাত্রমৃত্যুতে উত্তাল পরিস্থিতি, নয়া উপাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, গণিতের অধ্যাপককে দায়িত্ব


রাজ্য়ের পশ্চিমের জেলা মুর্শিদাবাদ ২৪ ডিগ্রি ৫০ মিনিট থেকে ২৩ ডিগ্রি ৪৩ মিনিট উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রি ৪৬ মিনিট পূর্ব থেকে ৮৭ ডিগ্রি ৪৯ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। মোট ৫ হাজার ৩৪১ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান।


এ দিকে, ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকেই বঙ্গ থেকে বিদায় নেয় শীত। তার জায়গায় তাপমাত্রার পারদ লাগাতার চড়তে থাকে। তবে স,সম্প্রতি বৃষ্টির জেরে স্বস্তি পান সকলে। ঠান্ডা ঠান্ডা ভাব থাকায় শেষবেলায় শীতের আমেজটুকু চেটেপুটে নিতে দেখা যায় সকলকে। তবে ২০২৩ সালে গ্রীষ্ম নিয়ে এখন থেকেই উদ্বেগ দেখা দিয়েছে। কারণ এ বারে দীর্ঘমেয়াদি গরমের পাশাপাশি রেকর্ড তাপমাত্রার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। শুধু তাই নয়, যত দিন যাবে পারদ ক্রমশ সহ্যসীমার বাইরে চলে যেতে পারে বলেও আশঙ্কা। তাতে বিশেষত এশিয়ার দেশগুলিতে জলকষ্ট দেখা দেবে বলে সম্প্রতি জানিয়েছে রাষ্ট্রপুঞ্জের একটি রিপোর্ট।