রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের (Migrant Worker)। মৃত শ্রমিকের নাম কবিরুল শেখ। আর্থিক অবস্থার অবনতির কারণে ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।


পরিযায়ী শ্রমিকের মৃত্যু-


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের (Mursidabad) হরিহরপাড়া থানার প্রদীপ ডাঙা বেলতলা পাড়া এলাকার শ্রমিক কবিরুল শেখ মাস দুয়েক আগে বেঙ্গালুরুতে পাইপ লাইনের কাজে গিয়েছিলেন। বছর কুড়ির ওই শ্রমিক গত বৃহস্পতিবার কাজের সাইটে পাইপ লাইনে কাজ করছিলেন একটি বাড়ির দ্বিতীয় তলায়। সেই সময় কাজ করতে গিয়েই তিনি কোনওভাবে বিদ্যুতের তারের উপর পড়ে যান। তাঁর হাতে ছিল লোহার পাইপও। বিদ্যুতের তারে পড়ে গিয়েই বিদ্যুৎপৃষ্ট হন তিনি। সেই সময় দ্রুত অন্যান্য শ্রমিকরা তাঁকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। কিন্তু ততক্ষণে সব শেষ। স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা ওই শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন। কবিরুল শেখের মৃত্যুর খবর বাড়িতে এসে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবার পরিজনরা।


আরও পড়ুন - BSF rescued Peacock: ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার দুটি সাদা ময়ূর, পলাতক চোরাকারবারিরা


মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের সদস্যরা জানাচ্ছেন, আর্থিক অবস্থার অবনতির কারণেই অল্প বয়সে তাঁকে ভিন রাজ্যে কাজে পাঠিয়েছিল পরিবার। কিন্তু টাকা রোজগারের জন্য বাইরের রাজ্যে কাজে গিয়ে এইভাবে অকালে যে প্রাণ চলে যাবে, তা এখনও মেনে নিতে পারছেন না মৃত শ্রমিকের পরিবার। জানা গিয়েছে, এখনও মৃতদেহ বাড়িতে এসে পৌঁছয়নি। 


প্রসঙ্গত, সম্প্রতি কিছুদিন আগেই সেকেন্দ্রাবাদের এক বাতিল জিনিসের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় বিহারের ১১ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। দমকলের প্রাথমিকভাবে অনুমান যে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। যদিও সঠিক কারণ জানা যায়নি। জানা যায়, ভোরের দিকে হায়দরাবাদের বইগুড়া অঞ্চলে এক গুদামে আগুন লাগে। অগ্নিকাণ্ডের পর গুদাম থেকে বেরিয়ে আসতে সক্ষম হন এক শ্রমিক। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, অন্তত ১২ জন কর্মী ওই গুদামের দোতলায় ঘুমোচ্ছিলেন যখন আগুন লাগে গুদামের এক তলায়। 'কর্মীদের বেরিয়ে আসার একমাত্র রাস্তা ছিল একতলার বাতিল জিনিসের দোকান যেটার শাটার বন্ধ ছিল,' বলছেন স্থানীয় পুলিশ।