পার্থপ্রতিম ঘোষ, সৌমিত্র রায় , কলকাতা: ভাঙড়ে (Bhangar) তৃণমূলকর্মী (TMC) খুনে ফের ভবানীভবনে নৌশাদের হাজিরা। পঞ্চায়েত ভোটের সময় তৃণমূলকর্মী রাজু নস্কর খুনে এফআইআর। তৃণমূলকর্মী খুনে এফআইআরে নাম ভাঙড়ের আইএসএফ বিধায়কের। তৃণমূলকর্মী খুনে এনিয়ে দ্বিতীয়বার নৌশাদ সিদ্দিকিকে সিআইডির (CID) জিজ্ঞাসাবাদ। 


ভাঙড়ে তৃণমূল কর্মী খুনের মামলায় ফের ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে জিজ্ঞাসাবাদ করল CID পঞ্চায়েতের মনোনয়ন পর্বে ভাঙড়ে লাগাতার সন্ত্রাস কেড়েছে তিন তিনটে প্রাণ। ভাঙড়ে মনোনয়ন পর্বেই মৃত্যু হয়, তৃণমূল কর্মী রাজু নস্কর, আইএসএফ কর্মী মহিউদ্দিন মোল্লা এবং তৃণমূল কর্মী রশিদ মোল্লার। তৃণমূল কর্মী রাজু নস্কর খুনে, ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়। সেই মামলায় সোমবারের পর বৃহস্পতিবারও প্রায় সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হল নৌশাদ সিদ্দিকিকে।


এদিন বেরিয়ে আইএসএফ  বিধায়ক নৌশাদ সিদ্দিকি (Nawsad Siddique) বলেন, বিভিন্নভাবে জিজ্ঞাসা করল ওই যে ইনসিডেন্ট ঘটেছিল তার সঙ্গে আমি কীভাবে যুক্ত আছি। আমার নির্দেশ কী ছিল? উত্তর দিলাম। আমার ভয় পাওয়ার কী আছে, মূল অভিযুক্ত হিসাবে আমার নাম দিয়েছিল। তদন্ত শেষে দেখবেন সিআইডি আমার নাম কেটে উড়িয়ে দেবে'। সূত্রের দাবি, নৌশাদ বয়ান খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে তাঁকে ফের ডাকা হতে পারে।                                            


২৭ অগাস্ট উত্তর দিনাজপুরের চোপড়ায় হপ্তিয়াগছ গ্রাম পঞ্চায়েতের পিয়ারিলাল চাবাগানে গিয়ে ক্ষতিগ্রস্থ আদিবাসী পরিবারের সঙ্গে দেখা করেন নৌশাদ সিদ্দিকি। ভাঙড়ের ISF বিধায়ককে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন আদিবাসী মহিলারা। জমিমাফিয়ার অত্যাচারের অভিযোগে সরব হন তাঁরা। এই ঘটনায় প্রশাসনকে একহাত নেন নৌশাদ। পাল্টা জেলা তৃণমূল সভাপতি কটাক্ষ করেন, ঘোরার ইচ্ছা হয়েছে, তাই চোপড়ায় এসেছেন ভাঙড়ের বিধায়ক।                                                                                     


আরও পড়ুন: VC: 'প্রশাসন বলিষ্ঠ না হলে বিশ্ববিদ্যালয় এগোবে কী করে?', রাজ্য সরকারকে খোঁচা তৃণমূল আমলে নিযুক্ত উপাচার্যদেরই!