কলকাতা: আজ তাঁর প্রিয় বন্ধুর জন্মদিন। প্রত্যেক বছর এই দিনটায়, তাঁর চলে যাওয়া আরও একটি বেশি করে মনে পড়ে যায় টলিউডের এই সুপারস্টারের। মনখারাপ হয় আরও বেশি। কিন্তু কখনোই কি ভোলা যায় প্রিয় 'ঋতু'-কে? তাঁর বাড়ির ভিতরের বসবার ঘরে বিশাল বড় এক ফ্রেমে টাঙানো রয়েছে সেই মানুষটারই ছবি। ঋতুপর্ণ ঘোষ (Rituparno Ghosh)। আজ তাঁর জন্মদিনে, স্মৃতি হাতড়ালেন টলিউডে কিংবদন্তি পরিচালকের অন্যতম কাছের মানুষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। 


সোশ্যাল মিডিয়ায়, পুরনো স্মৃতি হাতড়ে ২টি ছবি শেয়ার করে নিয়েছেন প্রসেনজিৎ। লিখছেন, 'শুভ জন্মদিন ঋতু। জন্মদিনের special breakfast- টা ভুলিসনি তো? আমাদের বন্ধুত্ব, অভিমান, একসঙ্গে কাজ... সবটা নিয়েই আমি জানি তুই আমার পাশেই আছিস। ভাল থাকিস বন্ধু...'। ছোট্ট কিন্তু এই মন ছোঁয়া বার্তায় যেন মিশে রইল এক বিষাদের সুর।


ঋতুপর্ণ আবিষ্কার করেছিলেন এক অন্য প্রসেনজিৎতে। প্রচলিত কমার্শিয়াল ছবির বাইরে প্রসেনজিতের মধ্যে লুকিয়ে রয়েছে যে অনবদ্য অভিনেতা, তাঁকে দর্শকদের সামনে তুলে ধরেছিলেন ঋতুপর্ণ। বুম্বার সঙ্গে তাঁর বন্ধুত্বও ছিল বেশ চর্চিত। সেই বন্ধুকে প্রসেনজিৎ হারিয়েছেন বছর দশেক আগে। হঠাৎ এক মনখারাপের সকালে 'ঋতু'-হীন হয়েছিল টলিউড। আর সেই ঋতুর জন্মদিনে, যেন তাঁর সঙ্গে কাটানো মুহূর্তই ফিরে দেখলেন প্রসেনজিৎ। 


 






ঋতুপর্ণর মুক্তি পাওয়া শেষ ছবি ছিল 'চিত্রাঙ্গদা' (Chidrangada)। সেই ছবিতে নিজে মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন ঋতুপর্ণ। তবে এই প্রথম নয়, ঋতুপর্ণ প্রথম অভিনয়ে পা রেখেছিলেন ২০০৩ সালে। তবে বাংলা নয়, সেটি ছিল উড়িয়া ছবি। এরপরে, সঞ্জয় নাগের 'মেমোরিজ ইন মার্চ' (Memories In March), ও কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly)-র 'আরেকটি প্রেমের গল্প'-তে অভিনয় করেছিলেন ঋতুপর্ণ। 


যেমন বিফলতা দিয়ে শুরু হয়েছিল তাঁর কেরিয়ার, তেমনই মুক্তি পায়নি তাঁর শেষ ছবিও। ঋতুপর্ণ ঘোষ পরিচালিত শেষ ছবি ছিল সানগ্লাস (Sunglass)। সেই ছবিতে অভিনয় করেছিলেন জয়া বচ্চন (Jaya Bacchan) ও নাসিরুদ্দিন শাহ (Nashiruddhin Shah)। সেই ছবি তৈরি হয়ে যাওয়ার পরেও মুক্তি পায়নি। একটি চলচ্চিত্র উৎসবে মাত্র ১বার দেখানো হয়েছিল তাঁর কেরিয়ারের একমাত্র এই কমেডি ছবি। তারপর... ঋতুপর্ণের সঙ্গে সঙ্গেই হারিয়ে যায় তাঁর 'সানগ্লাস'। 


আরও পড়ুন: Rituparno Ghosh Exclusive: আড্ডা জমত চা-চানাচুরে, 'চোখের বালি'-র শ্যুটিংয়ে জিন্স পরতে দেখে বকেছিলেন ঋতুদা