জয়দীপ হালদার, ডায়মন্ড হারবার: ডিউটি থেকে ফেরার পথে, ডায়মন্ড হারবারে পুলিশ কর্মীর রহস্যমৃত্যু। মৃতের নাম সমীর দাস। বাড়ি হাওড়ায়। ডায়মন্ড হারবার থানায় এএসআই পদে কর্মরত ছিলেন সমীর। আজ সকালে ডায়মন্ড হারবারে একটি পেট্রোল পাম্পের সামনে রাস্তার ধারে ওই পুলিশ কর্মীর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। মৃত্যুর পিছনে ষড়যন্ত্র রয়েছে বলে আশঙ্কা পরিবারের। বাসের ধাক্কায় মৃত্যু বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। বেসরকারি বাসের চালককে আটক করেছে পুলিশ।


পুলিশ কর্মীর রহস্যমৃত্যু: ডায়মন্ড হারবার থানার এএসআই সমীর দাসের অস্বাভাবিক মৃত্যুর পিছনে ষড়যন্ত্র রয়েছে বলে আশঙ্কা করছে তাঁর পরিবার। হাওড়া শিবপুরে আদি বাড়ি নিহত পুলিশ অফিসারের। তাঁর স্ত্রী শুক্লা দাস এদিন সকালে দুর্ঘটনার কথা জানতে পারেন। তাঁর দাবি, নিহত পুলিশ কর্মীর ঘাড়ে গুরুতর আঘাত রয়েছে। দুর্ঘটনার জন্য এরকম হতে পারে না বলে দাবি তাঁর। পেট্রোল পাম্পের সামনে সিসিটিভি না থাকায় সন্দেহ প্রকাশ করেছেন নিহত সমীর দাসের স্ত্রী। চলতি সপ্তাহে জামাই ষষ্ঠী উপলক্ষে বাড়ি ফেরার কথা ছিল নিহত পুলিশ আধিকারিকের। সমীর দাসের মৃত্যুতে শোকের ছায়া এলাকায়।


কলেজ ছাত্রের দেহ উদ্ধার: এদিকে সোনারপুরের (Sonarpur) বৈকুণ্ঠপুরে কলে জছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। প্রেমে প্রত্যাখ্যানের জেরে আত্মহত্যা, দাবি পরিবারের। মৃতের নাম আকাশ চৌধুরী। গড়িয়ার দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের ইতিহাস অনার্সের তৃতীয় বর্ষের পড়ুয়া। সুইসাইড নোটে উল্লেখ, সহপাঠিনীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়।  পরিবার সূত্রে খবর, সহপাঠীর নিত্য প্রয়োজনীয় ও পছন্দের নানান জিনিস তার হাতে তুলে দিত আকাশ। অভিযোগ, সম্প্রতি আরেক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়। আকাশের সঙ্গে সম্পর্ক রাখতে অস্বীকার করে। তিনবছরের প্রেমের সম্পর্কে ছেদ টানেন প্রেমিকা। এরপর গতকাল বাড়ি থেকে উদ্ধার হয় কলেজ পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ। মিলেছে একটা সুইসাইড নোটও। প্রেমিকার বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছে মৃত ছাত্রের পরিবার। আজ আকাশের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এই ঘটনায় আকাশের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।


আরও পড়ুন: Nadia News: ভোরবেলা তেহট্টের হাসপাতালে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন রোগীরা