কলকাতা: হরিদেবপুরের (Haridevpur Update) যুবকের রহস্যমৃত্যু, মগরাহাটে উদ্ধার দেহ। দশমীতে বান্ধবীর সঙ্গে বেরিয়ে নিখোঁজ, গতকাল উদ্ধার মৃতদেহ। পুলিশ কিছুই করেনি, অভিযোগ মৃতের পরিবারের। হরিদেবপুর থানায় বিক্ষোভ মৃতের পরিজনদের। একাদশীর দিন হরিদেবপুর থানায় নিখোঁজ ডায়েরি পরিবারের। মোবাইলের টাওয়ার লোকেশনের সূত্র ধরে তদন্তে নামে পুলিশ। মৃত অয়ন মণ্ডলের শরীরে একাধিক আঘাতের চিহ্ন। বান্ধবীর পরিবারকে আটক পুলিশের। 


যুবকের রহস্যমৃত্যুতে শোকে পাথর পরিবার: যুবকের মৃত্যুতে তাঁর মায়ের প্রতিক্রিয়া, "বন্ধু তো বলল ও ফোন করেছে। গাড়ি করেই আমার ছেলেকে দিয়ে এসেছে। ওখানে মারপিট হয়েছে। ওর মা ধরে নাকি আমার ছেলেকে মেরেছে। এমনি সময় এখানেও মারপিট করে। ওর মা ডেকেছে আমার ছেলেকে কীসের জন্য, পরে মেয়ে গেছে। পরের দিন সকালে মেয়েটা এসেছে। ভেবেছি আমার ছেলে প্যান্ডেলে বা বন্ধুর বাড়িতে আছে। ও যে খোঁজ খবর নিতে এসেছে বুঝিনি। ওর কাছেই কান্নাকাটি করেছি। থানা থেকে বলেছে মেয়েটার বাড়িতে যাবেন না। কোনও পুলিশ আসেনি। দশমী থেকে একাধিকবার ফোন করেছি। ফোন ধরেনি আর ছেলে।'' 


অয়নের খোঁজে শহরতলির থানাগুলিকেও সতর্ক করা হয় পুলিশের তরফ থেকে। এরপরে মগরাহাট থেকে একটি সূত্র পাওয়া যায়। সেই কারণেই মগরাহাটের উদ্দেশে যায় পুলিশ। নিখোঁজ যুবকের পরিবারকে নিয়ে মগরাহাটে যায় পুলিশ। সেখান থেকেই উদ্ধার হয়েছে অয়ন মণ্ডলের দেহ।  শুক্রবার দেহ উদ্ধার হয়। তারপরেই ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী।  পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে থানার সামনে তুমুল বিক্ষোভ শুরু হয়। পরিবারের সদস্যরা এবং পড়শি ও বন্ধুরা থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু হয়। 


কী জানাচ্ছেন স্থানীয়রা? স্থানীয়রা জানাচ্ছেন, ছেলেটার বাড়ির উল্টোদিকে দুর্গাদুর্গাপুজো" href="https://bengali.abplive.com/district/hooghly/hooghly-news-chapdani-youth-body-recover-near-house-925635" data-type="interlinkingkeywords">পুজো হচ্ছিল। সেখানেই ছিলেন তিনি। সেই সময় তাঁকে তাঁর বান্ধবী ডাকে। সেখানে তিনি যান। তারপরে আর তাঁর খোঁজ মিলছিল না। পরের দিন তাঁর বান্ধবী তাঁদের বাড়িতে অয়নের খোঁজ নিতে এসেছিলেন বলে জানিয়েছেন অয়নের মা। তিনি আরও বলেন, 'বান্ধবীর মা ডেকেছিল আমার ছেলেকে। ওরা মেরেছে। মেয়েটার মা আমার ছেলেকে ধরে মেরেছে। থানা থেকে কিছু হয়নি। ওরা বলল মেয়েটার বাড়িতে আপনারা যাাবেন না। পুলিশ আসেনি। কোনও জিজ্ঞাসাবাদ করেনি। দশমীর দিন ফোন করেছি, ফোন রিং হয়েছে। কেউ তোলেনি।'


আরও পড়ুন: Hooghly News: উৎসবের আবহেও মৃত্যুর বিষাদ, হুগলিতে বাড়ির অদূরে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ