সিলেট: সান স্ট্রোক হওয়ায় ম্যাচ চলাকালীন মাঠ ছাড়তে হয়েছিল। তবে শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করে মাঠে ফিরেছিলেন বাংলার রিচা ঘোষ (Richa Ghosh)। ব্যাট হাতে ঝোড়ো ইনিংসও খেললেন। কিন্তু তাও শেষরক্ষা হল না। মহিলাদের এশিয়া কাপ টি-টোয়েন্টিতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ১৩ রানে হেরে গেল ভারত।


ম্যাচের মধ্যে ফিল্ডিং করার সময় অসুস্থ হয়ে পড়েন ভারতের উইকেটরক্ষক রিচা ঘোষ (Richa Ghosh)। পরিস্থিতি এমন হয় তাঁকে সঙ্গে সঙ্গে তুলে নেওয়া হয়। নিয়ে যাওয়া হয় ড্রেসিংরুমে। সেখানে প্রথমে বোর্ডের চিকিৎসকরা তাঁর শুশ্রূষা শুরু করেন। তাঁর বদলে গ্লাভস হাতে দাঁড়ান শেফালি বার্মা। তবে রিচার ঠিক কী সমস্যা হয়েছে তা সরকারিভাবে জানান হয়নি ভারতীয় দলের পক্ষ থেকে। সূত্রের খবর, সানস্ট্রোক হয়েছে তাঁর। টানা রোদে খেলার জন্য এটা হয়ে থাকে। যাতে আক্রান্ত হলেন তিনি।                                                                                                                      


যদিও অসুস্থতার সঙ্গে লড়াই করে মাঠে ফেরেন রিচা। ব্যাট হাতে ১৩ বলে ২৬ রানের ঝোড়ো ইনিংসও খেলেন শিলিগুড়ির ক্রিকেটার। কিন্তু দলকে জেতাতে পারেননি। পাকিস্তান প্রথমে ব্যাট করে তুলেছিল ১৩৭/৬। জবাবে ১৯.৪ ওভারে ১২৪ রানে অল আউট হয়ে যায় ভারত। দলের হয়ে সর্বোচ্চ রান বঙ্গকন্যারই। তিনি ছাড়া বলার মতো রান পেয়েছেন দয়ালান হেমলতা (২০)। হরমনপ্রীত কৌর ১২ রানে আউট হন।                                                                                                             


আরও পড়ুন: পয়েন্ট টেবিলে সকলের নীচে থাকতে আসিনি, প্রথম ম্য়াচের আগে হুঙ্কার ইস্টবেঙ্গল কোচের