ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর মৃত্যু ঘিরে রহস্যের খাসমহল নেতাজিনগর থানার শ্রী কলোনিতে। সপ্তাহখানেক নিখোঁজ থাকার পর পাশের বাড়ির পরিত্যক্ত ঘর থেকেই পচাগলা দেহ উদ্ধার হল অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর। পরিবারের দাবি, পড়শিরা ষড়যন্ত্র করে খুন করেছে তাঁকে। 


কী জানা গেল?
৬৮ বছরের ওই প্রৌঢ়ের নাম বিপ্লব পাল। পরিবারের দাবি, গত ১৪ জুলাই থেকে নিখোঁজ ছিলেন তিনি। গত কাল অর্থাৎ শনিবার রাতে পাশের বাড়ির পরিত্যক্ত ঘর থেকে প্রৌঢ়ের পচাগলা দেহ উদ্ধার হয়। যেখানে দেহ মেলে, তার চারপাশে প্রায় ৬ ফুট উঁচু পাঁচিল রয়েছে। সেই পাঁচিল টপকে ভিতরে ঢোকা প্রৌঢ়ের পক্ষে অসম্ভব বলেই মনে করছে পরিবার। কী ভাবে মৃত্যু, খতিয়ে দেখছে নেতাজিনগর থানার পুলিশ। এর আগে, গত বছর মে মাসে, বেহালার নেতাজি সড়ক এলাকায় আর এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর রহস্যমৃত্যু হয়। ঘটনার দিন সকালে বাড়ির সিঁড়ির রেলিংয়ে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল তাঁর। মৃতের নাম আশিস বন্দ্যোপাধ্যায় বলে জানায় পুলিশ। প্রসঙ্গত, কয়েকদিন আগে প্রগতি ময়দান থানা এলাকায় মেট্রোপলিটনে এক চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে হইচই পড়েছিল শহরে। পাঁচতলার ফ্ল্যাট  থেকে পড়ে মৃত্যু হয় চিকিৎসকের। চিকিৎসকের স্ত্রী সেসময় ছিলেন সল্টলেকে। ফ্ল্যাটে ছিলেন চিকিৎসকের এক বান্ধবী। আত্মহত্যা নাকি তাঁকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে ? মৃত্যুর নিশ্চিত কারণ জানতে তদন্তে পুলিশ। চিকিৎসকের বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 


ডাক্তারের রহস্যমৃত্যু কদিন আগে...
প্রগতি ময়দান থানা এলাকায় বিদেশি বান্ধবীর আবাসনের নীচে থেকে চিকিৎসকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল। আবাসনের ছাদ থেকে নীচে পড়ে গিয়েছিলেন চিকিৎসক। পেডিয়াট্রিক সার্জেন্ট শুভঙ্কর চক্রবর্তী ও তাঁর স্ত্রী থাকেন সল্টলেকে। পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে বান্ধবী পিনপিনেট ফ্রুয়েতাননের সঙ্গে দেখা করতে মেট্রোপলিটনের আবাসনে যান ওই চিকিৎসক। সম্প্রতি কলকাতায় এসে ওই আবাসনে একটি ফ্ল্য়াট ভাড়া নেন থাইল্যান্ডের বাসিন্দা ওই তরুণী। তাঁর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় চিকিৎসকের।  পুলিশ সূত্রে খবর, তরুণী জানিয়েছেন, তাঁর সঙ্গে দেখা করার পর রাত সাড়ে তিনটে নাগাদ যখন চিকিৎসক বেরোতে যান, তখন আবাসনের গেট বন্ধ ছিল। পাইপ বেয়ে নামার চেষ্টা করেন শুভঙ্কর। তখনই পাঁচতলা আবাসনের ছাদ থেকে পড়ে যান তিনি।কীভাবে মৃত্যু হল চিকিৎসকের? দুর্ঘটনা নাকি ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে তাঁকে? জানতে চিকিৎসকের বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করে প্রগতি ময়দান থানার পুলিশ। 


আরও পড়ুন:হাড়ের গঠন হবে শক্ত-মজবুত, দৈনন্দিন জীবনে মেনে চলুন এই সহজ নিয়মগুলি