প্রদ্য়োৎ সরকার, নদিয়া: দোলের (Dolyatra 2024) পরের দিন নবদ্বীপ মহাপ্রভু মন্দিরে মহাসমারহে পালিত হল মহাপ্রভুর অন্নপ্রাশন উৎসব। ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে অসংখ্য ভক্ত সমাগম হয়। ৫৬ ভোগ নিবেদনের মধ্যে দিয়ে মহাপ্রভুর অন্নপ্রাশন উৎসবে আয়োজন করা হয়।
মহাপ্রভুর অন্নপ্রাশন উৎসব: মঙ্গলবার ভোর থেকে ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে শ্রীমন মহাপ্রভুর শুভ অন্নপ্রাশন অনুষ্ঠান উদযাপনের তোরজোর শুরু হয়। মহাপ্রভুর মন্দিরে ৫৬ রকমের সবজি, মিষ্টি সহ অন্যান্য সামগ্রীর আয়োজন করা হয়। হাজারও ভক্তের উপস্থিতিতে মঙ্গলবার দুপুরবেলা থেকে শুরু হয় শ্রীমান মহাপ্রভুর অন্নপ্রাশন অনুষ্ঠান। মহাপ্রভুর অন্নব্যঞ্জন পরিবেশন করা হয় মহামূল্যবান পাত্রে। সাধারণত রুপো, পিতল, কাঁসার বাসনে পরিবেশিত হয় একাধিক পদ। অন্ন, পরমান্ন, পুষ্পান্ন, মিষ্টান্ন, তরকারি, ভাজা, পুরি, নিমকি, চাটনি সহ একাধিক পদের আয়োজন করা হয়। সন্ধেয় হয় মহাপ্রসাদ বিতরণ। গত এক মাস ধরে শুরু হয়েছিল ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে দোলযাত্রা বা শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৩৮ তম আবির্ভাব তিথি উদযাপন। যদিও অন্নপ্রাশন উৎসব সূচনার নির্দিষ্ট সময় লিপিবদ্ধ নেই। তবে শোনা যায়, মহাপ্রভুর সেবায়েত শচীনন্দন গোস্বামীর সময় থেকে এই উৎসব জাঁকজমক আকারে পালিত হয়ে আসছে। মন্দির সূত্রে খবর, বিষ্ণুপ্রিয়া দেবীর উত্তরাধিকার সেবায়েতরাই এই উৎসবের আয়োজন করে আসছেন।
এদিকে, দোলের আগের রাতে অধিবাসের মাধ্যমে মায়াপুরের ইসকন মন্দিরে গৌড় পূর্ণিমা উৎসবের সূচনা হয়। চৈতন্য মহাপ্রভুর ৫৩৮ তম আবির্ভাব দিবস উপলক্ষ্যে মন্দিরে দেশ-বিদেশ থেকে হাজার হাজার ভক্ত আসেন। মায়াপুরে দোল খেলায় নিষেধ রয়েছে। দোলের দিন সকালে মঙ্গলারতি হয়। দিনভর চলে হরিনাম সংকীর্তন, বিশেষ পুজো। বিকেলে অভিষেকের মাধ্যমে শ্রী চৈতন্যের আবির্ভাব উৎসবের পরিসমাপ্তি হয়। অন্যদিকে, সোমবার দোলযাত্রা উপলক্ষে সেজে উঠেছিল লেক কালীবাড়ি। দোলপূর্ণিমার পুণ্য় তিথিতে আয়োজন হয় বিশেষ অনুষ্ঠানের। মা কালীর পায়ে আবির দিয়ে শুরু হয় লেক কালীবাড়ির পুজো। প্রত্য়েক বছরই শ্রীচৈতন্য় দেবের জন্ম তিথিতে লেক কালীবাড়িতে বিশেষ আয়োজন করা হয়। বছরের পর বছর ধরে এই রীতিই চলে আসছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Train Service Disruption: হাওড়া-ব্যান্ডেল শাখায় ব্যাহত ট্রেন চলাচল, কখন স্বাভাবিক হবে পরিষেবা?