সুজিত মণ্ডল, নদিয়া: লক্ষাধিক টাকা ঋণ করে বন্ধুকে দিয়ে, সেই টাকা ফেরত না পেয়ে মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন কৌশিক বিশ্বাস নামে এক এসএসবি কর্মী। মৃত ওই এসএসবি কর্মীর বাড়ি নদিয়ার চাকদা থানার চাদুরিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিশ্বাসপাড়ায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর ২৮ এর কৌশিক ২০১৭ সালে এসএসবি-তে চাকরি পান। বর্তমানে তিনি এসএসবির অসম সদর দফতরে কর্মরত ছিলেন। বছর দুয়েক আগে নদিয়ার করিমপুরের অমৃতা বিশ্বাসের সঙ্গে দেখাশোনা করে বিয়ে হয়। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। মৃত এসএসবি জওয়ানের বাবা কৃত্তিবাস বিশ্বাস পেশায় কৃষিজীবী।
অভিযোগ, কৌশিকের গ্রামের বন্ধু জয়ন্ত মণ্ডলকে বেশ কয়েক দফায় লক্ষাধিক টাকা ঋণ করে বন্ধুকে দেয় কৌশিক। সেই টাকা একাধিকবার চাইলেও ফেরত দেয়নি জয়ন্ত। এরফলে প্রায় ১১ লক্ষ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন কৌশিক। টাকা ফেরত না পেয়ে ব্যাঙ্ক লোনও পরিশোধ করতে পারছিলেন না কৌশিক। এরফলে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন।
গত ৮ অক্টোবর শনিবার রাতে স্ত্রী ও মায়ের সঙ্গে শেষবারের জন্য কথা হয়। এরপর পরদিন অর্থাৎ রবিবার সকালে বাড়িতে খবর আসে কৌশিক আত্মঘাতী হয়েছেন নিজের কর্তব্যরত আগ্নেয়াস্ত্র দিয়ে। এরপরই শোকের ছায়া নেমে আসে গোটা গ্রাম জুড়ে। আজ গ্রামের বাড়িতে কফিন বন্দী দেহ ফিরবে। যদিও গতকাল কৌশিকের মৃত্যুর খবর জানাজানি হতেই পলাতক জয়ন্ত। তবে এখনও পর্যন্ত জয়ন্ত-র বিরুদ্ধে লিখিত কোনও অভিযোগ হয়নি।


রাজ্যের অন্য প্রান্তে অন্য একটি ঘটনায়, দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের দুর্গাপুরে প্রতিবেশীকে কুপিয়ে খুনের অভিযোগ। থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের। পরে তাঁকে গ্রেফতার করে জয়নগর থানার পুলিশ। মৃতের নাম হজরত গাজি। বছর চল্লিশের ওই ব্যক্তির সঙ্গে প্রতিবেশীর কী ধরনের শত্রুতা ছিল, খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।


প্রতিবেশীকে খুন করে, থানায় এসে আত্মসমর্পণ! এমন কাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। স্থানীয় সূত্রে খবর, সোমবার সকাল ৮টা নাগাদ রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় বছর চল্লিশের হজরত গাজিকে। দেহের একাধিক জায়গায় ধারাল অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। স্থানীয়রা উদ্ধার করে পদ্মের হাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 


পুলিশ সূত্রে খবর, মৃত্যুর ঘটনা সামনে আসতেই আচমকাই শাহিদুল্লা গাজি নামে এক ব্যক্তি থানায় এসে প্রতিবেশীকে কুপিয়ে খুন করার কথা জানিয়ে আত্মসমর্পণ করেন। পরে তাঁকে গ্রেফতার করে জয়নগর থানার পুলিশ।