কলকাতা: আজ পয়লা বৈশাখ। ১৪৩১-কে বিদায় জানিয়ে বাংলা ক্যালেন্ডারে নতুন বছর ১৪৩২। পয়লাবৈশাখে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাগানের অংশ উদ্ধৃত করে লেখেন, 'আমি বাংলায় গান গাই।'এদিন পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন,' বাংলা দিবসে সকল নাগরিককে জানাই শুভনন্দন। ছোটছোট ভাইবোনদের জানাই শুভেচ্ছা। আরও বিকশিত হোক, রাজ্যের ঐতিহ্যময় সংষ্কৃতি। আরও সুদৃঢ় হোক রাজ্যবাসীর ভাতৃত্ববন্ধন।'
আরও পড়ুন, নববর্ষের সকালে বাইরে ভারী বুটের শব্দ, দরজা খুলতেই ED ! কলকাতা-সহ জেলার ৮ জায়গায় তল্লাশি..
আজ পয়লা বৈশাখ। নববর্ষের সকালে তমলুকে শোভাযাত্রায় শুভেন্দু অধিকারী। চৈতন্য মহাপ্রভুর মন্দির থেকে বর্গভীমা মন্দির পর্যন্ত হবে শোভাযাত্রা। নববর্ষে শুভেন্দুর হাতে 'হাল ফেরানোর খাতা'। 'সবাই নিজেদের হাল ফেরানোর সঙ্গে রাজ্যের হাল ফেরানোর প্রার্থনা করুন', এই রাজ্য বেহাল, তমলুকে নববর্ষের মিছিল থেকে তৃণমূল সরকারকে নিশানা শুভেন্দুর। বর্গভীমা মন্দিরে 'হাল ফেরানোর খাতায়' সিঁদুর লাগালেন শুভেন্দু।
তৃণমূলকে নিশানা করে পয়লা বৈশাখে পথে বিজেপি। সাংস্কৃতিকসেলের তরফে নববর্ষের শোভাযাত্রায় চমক। ট্যাবলোতে উঠে এসেছে DA থেকে শুরু করে RG কর-কাণ্ড এবং ২৬ হাজার চাকরি বাতিলের প্রসঙ্গ। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দর বাড়ি পর্যন্ত যাবে বিজেপির এই শোভাযাত্রা।সামিল হয়েছেন দিলীপ ঘোষ। নববর্ষের সকালে রবীন্দ্রসঙ্গীতের বদলে বোমা-গুলির শব্দ, কটাক্ষ প্রাক্তন বিজেপি সাংসদের।
সারা বছর ভাল কাটুক। এই প্রার্থনা নিয়েই ভোর থেকে ভিড় উপচে পড়েছে দক্ষিণেশ্বর মন্দিরে। সকাল থেকেই পুজো দেওয়ার লম্বা লাইন পুণ্যার্থীদের। দক্ষিণেশ্বরেও হালখাতার পুজো করাতে ব্যবসায়ীরা ভিড় করেছেন। নতুন বছরে নতুন রূপে কালীঘাট মন্দির। গ্রানাইট ও মার্বেলে মোড়া মন্দির চত্বর। দক্ষিণেশ্বরের ধাঁচে কালীঘাটে তৈরি হয়েছে রাজ্যের দীর্ঘতম স্কাইওয়াক। গতকাল এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। স্কাইওয়াকে রয়েছে ২টি এস্কালেটর, ৩টি সিঁড়ি ও ৩টি লিফট। স্কাইওয়াকের একটি মুখ কালীঘাটের মূল মন্দিরের দিকে। অন্যদিকটি নেমেছে শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের ওপর। আজ থেকেই চালু হয়েছে স্কাইওয়াক। নতুন করে তৈরি হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত পাঁচতলা হকার্স কর্নার।
পয়লা বৈশাখে হালখাতা পুজোর জন্য কালীঘাটে ভিড় করেছেন ব্যবসায়ীরা। লাল মলাট দেওয়া খাতার পুজো করে, প্রথম পাতায় স্বস্তিক এঁকে শুরু হয় নতুন বছরের খাতা লেখা। সারা বছরের জন্য মঙ্গল কামনায় দর্শনার্থীদেরও ঢল নেমেছে। সকাল সকাল পুজোর ডালি নিয়ে হাজির হয়েছেন পুণ্যার্থীরা।