শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: নতুন বছরের প্রথম দিনে কোচবিহার মদনমোহন মন্দিরে (Madan Mohon Temple) ভক্তদের উপচে পড়া ভিড়। সকাল থেকেই সাধারণ মানুষ ভিড় করেন। নতুন বছরে মদনমোহন মন্দিরে মদনমোহন দেবকে পুজো দিয়ে শুরু করেন। মদনমোহন মন্দিরে পুজো দিয়ে সাধারণ ভক্তদের পাশাপাশি ব্যবসায়ীরাও (Businessman) এদিন হালখাতা করেন।


নববর্ষের আবাহনে মেতে উঠেছে গোটা বাংলা৷ প্রিয়জনের সঙ্গে ভাগ করে নেওয়া নতুন বছরের আনন্দ৷ কালীঘাট থেকে দক্ষিণেশ্বর, লেক কালীবাড়ি থেকে তারাপীঠ, মন্দিরে মন্দিরে পুজো দেওয়ার লম্বা লাইন। ভোর থেকে ভিড় উপচে পড়ছে দক্ষিণেশ্বর মন্দিরে। পুজো দেওয়ার লম্বা লাইন পুণ্যার্থীদের। ব্যবসায়ীরাও হাজির হালখাতা নিয়ে। পয়লা বৈশাখের সকালে মঙ্গলারতি দিয়ে তারাপীঠে তারা মায়ের পুজো শুরু হয়েছে। নতুন বছরের প্রথম দিনে সকাল থেকে দলে দলে মন্দিরে আসছেন পুণ্যার্থীরা। 


যখন বর্ষবরণে মেতে উঠেছে বাংলা, তখন অপরদিকে অশ্রু বর্ষণে বর্ষবরণ উদযাপন করলেন বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। গান্ধি মূর্তির নীচে এভাবেই কেটে গেছে ৭৬২ দিন। বাংলা নববর্ষের দিনে, কলকাতার পারদ যখন ৪২ ডিগ্রি ছুঁইছুই। তখন সেই গনগনে আঁচের মধ্য়ে, রাস্তাতেই দিন কাটালেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা। এক এসএলএসটি চাকরিপ্রার্থী বলেন, যখন বেরোচ্ছি, ছেলে জিজ্ঞেস করছে মা রোজ তুমি কোথাও যাও ? তুমি আমাকে পড়তে বল, নিজে পড়নি যে চাকরি পাচ্ছ না ? এক এসএলএসটি চাকরিপ্রার্থী বলেন, মানীয়ার কাছে অনুরোধ, আপনি আমাদের কিছু একটা ব্যবস্থা করুন। আমার আর বসে থাকতে পারছি না। শুধু এসএলএসটিই নয়, মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে ২৬৮ দিন ধরে আন্দোলন বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরাও।


 নববর্ষে ধর্নামঞ্চেই করা হল ঘট পুজো। অশ্রু বর্ষণে বর্ষবরণ উদযাপন করলেন বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা।আপার প্রাইমারির এক চাকরিপ্রার্থী বলেন, 'আমরা গৃহবধূ, কোনওরকমে পরিবার ফেলে চলে আসতে হয়।' এর ঠিক পিছনেই আপার প্রাইমারি ২০১৫-র মঞ্চ।২৬২ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা। অন্যান্য দিনের তুলনায় ভিড় একটু কম হলেও আন্দোলনে ছেদ নেই।  আপার প্রাইমারি ২০১৫-র এক চাকরিপ্রার্থী বলেন,'২০২১ এও মুখ্যমন্ত্রী নিজে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারপরও রাখলেন না।' ৬০০ দিন পার করে মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে আন্দোলন চালিয়ে যাচ্ছেন প্রাইমারি টেট চাকরিপ্রার্থীরাও। 


আরও পড়ুন, বাংলার নববর্ষেই নিয়োগ দুর্নীতিকাণ্ডে হৈমন্তীর ফ্ল্যাটে CBI তল্লাশি 


আবার একই দিনেই, বাংলা নববর্ষে বাংলার নববর্ষেই (Nababarsha) হৈমন্তীর হরিদেবপুরের ফ্ল্যাটের পর হাওড়ার বাকসাড়ার বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। মূলত নিয়োগ-দুর্নীতি মামলার সূত্র ধরেই এদিন গোপাল দলপতির স্ত্রী হৈমন্তীর বাড়িতে অভিযান চালায় সিবিআই। এর আগে হৈমন্তীর হরিদেবপুরের ফ্ল্যাট সিল করে দেয় সিবিআই।