Samsung Galaxy M54 5G: স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি (Samsung Galaxy F54 5G) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে এই মাসের শেষদিকে স্যামসাং গ্যালাক্সি 'এফ' সিরিজের (Samsung Galaxy F Series) নতুন ফোন ভারতে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। এক টিপস্টারের মতে স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি ফোন এপ্রিল মাসের শেষ সপ্তাহে ভারতে লঞ্চ হতে পারে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এই ফোন। স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি ফোনের সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।


দেখে নেওয়া যাক এই ফোনে কী কী ফিচার থাকতে পারে



  • টিপস্টার অভিষেক যাদবের মতে স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি ফোনে একটি ৬.৭ ইঞ্চির sAMOLED ডিসপ্লে থাকতে পারে যেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন থাকতে পারে। যাতে হাত থেকে পড়ে ফোনের ডিসপ্লে ভেঙে না যায় সেইজন্য ডিসপ্লের উপর থাকতে পারে Corning Gorilla Glass 5। 

  • স্যামসাং গ্যালাক্সি 'এফ' সিরিজের এই ফোনে একটি Exynos 1380 প্রসেসর থাকতে পারে। এছাড়াও এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর থাকতে পারে। তার মধ্যে আবার অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট থাকতে পারে। আর ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি ফোনে থাকতে পারে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। 


Foldable Smartphone: ভারতে নতুন ফোল্ডেবল ফোন (Foldable Phone) লঞ্চ করেছে টেকনো সংস্থা। সম্প্রতি লঞ্চ হয়েছে টেকনো ফ্যান্টম ভি ফোল্ড (Tecno Phantom V Fold)। নয়ডায় টেকনো সংস্থার কারখানায় এই ফোন তৈরি হয়েছে। এই প্রথম ভারতে কোনও ফোল্ডেবল ফোন লঞ্চ হয়েছে যেখানে মিডিয়াটেকের ডিমেনসিটি ৯০০০+ প্রসেসর রয়েছে। দুটো স্টোরেজ ভ্যারিয়েন্টে এবং দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে টেকনো ফ্যান্টম ভি ফোল্ড। সীমিত সময়ের জন্য কিছুটা কম দামে পাওয়া যাচ্ছে এই ফোল্ডেবল স্মার্টফোন। ভারতে এই ফোল্ডেবল স্মার্টফোনের দাম ৮৮,৮৮৮ টাকা। তবে স্পেশ্যাল আর্লি বার্ড প্রাইস ৭৭,৭৭৭ টাকা। ১২ এপ্রিল থেকে শুরু হয়েছে বিক্রি। প্রথম দফার স্টক শেষ না হওয়া পর্যন্ত বজায় থাকবে অফার। অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে। কালো এবং সাদা রঙে ভারতে লঞ্চ হয়েছে এই ফোন। এই ফোল্ডেবল স্মার্টফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। টেকনো সংস্থার দাবি এই ফোনে ৪০ শতাংশ চার্জ হবে মাত্র ১৫ মিনিটে। আর ১০০ শতাংশ চার্জ হবে মাত্র ৫৫ মিনিটে। 


আরও পড়ূন- ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ৬০০০ এমএএইচ ব্যাটারি, ভারতে কবে আসছে স্যামসাংয়ের নতুন ফোন?