কলকাতা: সামনে লোকসভা নির্বাচন। তার আগে রাজ্য পুলিশে ব্যাপক রদবল। রাজ্য জুড়ে ৭৯ জন পুলিশ আধিকারিককে বদলির নির্দেশ দিল নবান্ন। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী এই রদবদল বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। বিভিন্ন জেলার SDPO-দের বদলি করার পাশাপাশি, ৩১ জন আইপিএস এবং ৪৮ জন WBPS আধিকারিককেও বদলির নির্দেশ দিয়েছে নবান্ন। (WB Police Transfer)


লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। তার আগেই রাজ্য পুলিশে ব্যাপক রদবদল ঘটে গেল। উচ্চপদস্থ পুলিশ আধিকারিক থেকে SDPO-দের বদলি করা হয়েছে। বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে তাঁদের। জাতীয় নির্বাচন কমিশনের তরফে এর আগে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, তাতে বলা হয়, ৩১ জানুয়ারির মধ্যে যাবতীয় রদবদল করা হয়। সেই নির্দেশ মেনেই এই রদবদল বলে জানিয়েছে রাজ্য। (Kolkata News)


অতীতে নির্বাচন করানো নিয়ে শৃঙ্খলাবঙ্গের জেরে অনেক আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছিল। অনেকের ক্ষেত্রে সিদ্ধান্ত আটকেও রয়েছে। এঁরা কোনও ভাবেই নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবেন না। কারও ক্ষেত্রে যদি মামলা চলে, তাঁদেরও নির্বাচন করানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। নির্বাচন কমিশনের এমন আধিকারিকদের সরানোর কথা বলা রয়েছে। সেই মতোই রদবদল ঘটাল নবান্ন। (Nabanna)


আরও পড়ুন: Nusrat Jahan: নিম্ন আদালতে সশরীরে হাজিরা দিতেই হবে, ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে 'ধাক্কা' নুসরতের


নবান্নের তরফে সোমবার বদলির নির্দেশ দেওয়া হয়। ৭৯ জন অফিসারের যে বদলির তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে নাম রয়েছে IPS অফিসার আসিম খানের। মুর্শিদাবাদের লালবাগ থেকে তাঁকে রায়গঞ্জে বদলি করা হয়েছে তাঁকে। IPS সুভেন্দ্রকুমারকে শিলিগুড়ি থেকে পূর্ব মেদিনীপুরের কাঁথতে বদলি করা হয়েছে। IPS রাজীব কুমারকে মালদা থেকে ইটাহার পাঠানো হচ্ছে।


এছাড়াও, IPS শুভম বাজাজকে হুগলি (গ্রামীণ) থেকে ভরতপুরে পাঠানো হচ্ছে। IPS অভিষেক যাদবকে বদলি করা হচ্ছে বাঁকুড়া থেকে হাওড়ায়। IPS বিনোদ কুমার মীনাকে ডায়মন্ড হারবার থেকে কলকাতায় স্থানান্তরিত করা হচ্ছে। IPS বিদ্যাগড় অজিঙ্ক্য অনন্ত কোচবিহার থেকে বারাসতে বদলি হচ্ছেন। গায়কোয়াড় নীলেশ শ্রীকান্ত বদলি হচ্ছেন আলিপুরদুয়ার থেকে কলকাতায়। সুন্দরবন থেকে হাওড়ায় (গ্রামীণ) বদলি হচ্ছেন সন্তোষকুমার মণ্ডল। ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায়কে পূর্ব বর্ধমানে বদলি করা হচ্ছে। পূর্ব মেদিনীপুর থেকে সৈয়দ মহম্মদ মামদুদুল হাসানকে বদলি করা হচ্ছে ঝাড়গ্রামে।