কলকাতা:  অভয়ার মাকে মারধরের অভিযোগ, কৌস্তভ বাগচীকে নিশানা কুণাল ঘোষের।'অভয়ার মাকে ধাক্কা দিচ্ছে বিজেপির ন্যাড়া নাড়ু, ক্যামেরায় মুখ দেখাবে বলে। বাবা-মাকে নিয়ে এই কুৎসিত নাটক, রাজনীতি যে হবে, গতকালই বলেছিলাম, মিলিয়ে নিন', কৌস্তভ বাগচীর নাম না করে সোশাল মিডিয়ায় পোস্ট কুণাল ঘোষের।

আরও পড়ুন, 'আমায় আটকানো যাবে না, ১৪ জন এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে..', আমৃত্যু 'লড়াই' চালানোর হুঁশিয়ারি তামান্নার মায়ের

এদিন কুণাল ঘোষ বলেন, 'আমরা পুরোপুরি, সমস্তভাবে বাবা-মায়ের (অভয়ার মা-বাবা) সঙ্গে আছি। তাঁদের আবেগকে সম্মান করি। কিন্তু তাঁদের নিয়ে যে নোংরামিটা বিজেপি করল, সেটা তাঁদেরও সতর্ক হওয়া উচিত। আমি কিন্তু... গতকালই আমরা বলেছিলাম, যে বিজেপি, এই কাণ্ডটা করতে চলেছে।' 

প্রশ্ন: অভয়ার মা নিজেই বলেছেন, পুলিশ মেরেছে, শাঁখা ভেঙে দিয়েছে...

কুণাল ঘোষ : পুলিশ কেন মারবে ?!..কীসের জন্য মারবে ? যখন পুলিশের উপর অ্যাটাক করা হচ্ছে, তার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে অভয়ার বাবা-মাকে। ...২৪ ঘণ্টা আগেই কুণাল ঘোষ প্রেডিক্ট করে দিয়েছিল যে,  বিজেপি এটা করবে। ...আজকে পরিষ্কার দেখা যাচ্ছে, (হাতে মোবাইলে তুলে একটি ফুটেজ দেখিয়ে) স্পষ্ট অভিযোগ করছি, এটা কোন ভদ্রতা ? যখন অভয়ার মা কথা বলতে বলতে হাঁটছেন, পাশে বিজেপির নেঁড়া নাড়ু, ক্যামেরায় মুখ দেখাবে লে, সে ভদ্রমহিলাকে ধাক্কা দিয়ে সরাচ্ছে !  

অপরদিকে, এই ইস্যু এবিপি আনন্দ-এর কাছে প্রতিক্রিয়া দিলেন কৌস্তভ বাগচী। তিনি বলেন, একে তো সেইসময়, পুলিশের যে আচরণ, সামনে ব্যারিকেড, অকথ্য ভাষায় গালাগাল চলছে। ওর মা-বাবার দিকে পুলিশের লোকেরা সব তেড়ে আসছে। ..পিছন থেকে ধাক্কা। আমি তখন ওর বাবা-মাকে, বলি, চলুন তো দেখি কে আছে ? তখন আমি তেড়ে যাই। এই যে কুৎসিত গালাগালগুলি চলছিল, যদি কেউ সম্পূর্ণ ভিডিওটা দেখাতো, তাহলে বুঝতে পারত, সিনারিওটা কী ? আর কাকু-কাকিমাকে জিজ্ঞাসা করুন না, আমরা তাঁদের ধাক্কা দিয়েছি না কী করেছি ? গোটা মুহূর্ত কাকু-কাকিমাকে আগলে রেখেছিলাম। পুলিশ মাথায় একটা ব্লান্ট অবজেক্ট দিয়ে মেরে, ওর মায়ের মাথা ফুলিয়ে দিয়েছে। শাঁখা ভেঙে দিয়েছে। এরপরেও যাতে, তার আর ক্ষতি না হয়ে যেত, সেই জায়গায় প্রাণপণে আগলানোর চেষ্টা করেছি। আমার মনে হয় অভয়ার মা-বাবা এই বিষয়টায় ভাল করে বলতে পারবেন।'