কলকাতা: নবান্ন অভিযানে ধুন্ধুমার, বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে FIR করতে চলেছে পুলিশ। লালবাজার সূত্রে দাবি, পুলিশকে হুমকির অভিযোগ , বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে আরও ৬টি মামলা রুজু করতে চলেছে পুলিশ। নবান্নে অভিযানে পুলিশকে মারধর, হুমকির অভিযোগ। পাশাপাশি লালবাজার সূত্রে আরও দাবি, নবান্নে অভিযানে হাইকোর্টের নির্দেশ মানা হয়নি বলে অভিযোগ। ইতিমধ্যেই নবান্নে অভিযানের একাধিক ভিডিও প্রকাশ করেছে পুলিশ।

আরও পড়ুন, অভয়ার মা-বাবাকে দেখতে হাসপাতালে শুভেন্দু, 'আসলে এই ২ জন সাক্ষীকে খতম করতে চেয়েছিল, যাতে কেসটা ক্লোজ হয়ে যায়..'

কারও পিঠে কালশিটের দাগ, কারও পোশাক ছিড়ে দেওয়ার অভিযোগ। পার্কস্ট্রিটে শুভেন্দু অধিকারীদের মিছিলে পুলিশি লাঠিচার্জের বিরুদ্ধে পাল্টা প্রতিবাদ। পুলিশকে চুড়ি, শাঁখা-পলা, জুতো দেখিয়ে বিক্ষোভ দেখালেন আন্দোলনকারীরা।  তাঁদের ডাকে নবান্ন অভিযান। সেখানে তাঁরাই আক্রান্ত বলে অভিযোগ। শনিবার নবান্ন অভিযানের দিনে অভয়ার মা-কেই পুলিশ মারধর করেছে বলে অভিযোগ। তাঁর কপাল ফুলে গেছে। ভেঙেছে হাতের শাঁখা। 

অন্য়দিকে, শনিবারই নবান্ন অভিযানে নেমে, কলকাতার পুলিশ কমিশনারের উদ্দেশে বেলাগাম আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, 'মমতাকে প্রাক্তন করব। চোর ভাইপোকে জেলে ঢোকাব। আর মনোজ ভার্মাকে যেখানে ঢোকানোর সেখানে ঢোকাব। ' শনিবার হাওড়ায় পুলিশের সামনেই চুড়ি-শাঁখা পলা তুলে ধরে বিক্ষোভ দেখানো হয়।

এদিন এক আন্দোলনকারী বলেন, 'পুলিশ প্রশাসনের উদ্দেশ্য়ে রাখি নয় চুড়ি, চুড়ি। আপনাদের আমরা চুড়ি দিতে চাই। আপনারা চুড়ি পরে, শাড়ি পরে ঘরে বসে থাকুন। আপনারা দলদাস।  আপনাদের রাখি দিয়ে সম্মান দেব না। আমরা আপনাদের চুড়ি দিয়ে সম্মান জানাব। আপনাদের উদ্দেশ্য়ে আজকে রাখির দিনে চুড়ি গিফ্ট করতে চাই আমরা। পুলিশ প্রশাসনকে  আমরা চুড়ি দিতে চাইছি,চুড়ি।'

শুভেন্দু অধিকারী আরও বলেন, 'লাঠি দিয়ে পিটিয়েছে। আমিও এক ঘা খেয়েছি। কাকে বাদ দিয়েছে? সাধু-সন্ত, মহিলা, শাঁখা-পলা ভেঙেছে। জাতীয় পতাকা ছিঁড়েছে। কী করেনি মনোজ ভার্মার পুলিশ! কী করেনি বলুন! ১০০-র বেশি আহত। ১৮ জন হাসপাতালে।' তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, নবান্ন অভিযানের নামে চূড়ান্ত বিশৃঙ্খলা বিজেপির ক্য়াডার বাহিনীর। নেতৃত্বে শুভেন্দু অধিকারী। অভিযোগ, আঘাতপ্রাপ্ত হয়েছেন অভয়ার মা। আমরা জানি, শোকের সময় মানুষের রাজনৈতিক ফাঁদ বিচার করা সম্ভব হয় না। তাই উনি অনেকরকম কথা বলেছেন।'এরপরই পার্ক স্ট্রিটে পুলিশের উদ্দেশে দেখানো হয় জুতো। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)