সৌমিত্র রায়, কলকাতা: 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'-এর নবান্ন অভিযানে (Nabanna Abhijan) আক্রান্ত কলকাতা পুলিশের ইস্ট ডিভিশনের সাইবার বিভাগের সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীকে নিয়ে ভিন রাজ্যে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হল। এদিন সকালে হায়দরাবাদের এল ভি প্রসাদ হাসপাতালের উদ্দেশে নিয়ে যাওয়া হল।
আক্রান্ত কলকাতা পুলিশের কর্মী: চিকিৎসার জন্য় হায়দরাবাদে নিয়ে যাওয়া হল 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'-এর নবান্ন অভিযানে আক্রান্ত কলকাতা পুলিশের ইস্ট ডিভিশনের সাইবার বিভাগের সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীকে। আজ সকালে ফলকনামা এক্সপ্রেসে হায়দরাবাদে রওনা দেন কলকাতা পুলিশের ইস্ট ডিভিশনের সাইবার সেলের সার্জেন্ট। তাঁর সঙ্গে গেলেন স্ত্রী ও এক সহকর্মী। হাওড়া স্টেশনে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের আধিকারিকরা। হায়দরাবাদের এল ভি প্রসাদ হাসপাতালে তাঁর চিকিৎসা হবে। কাল ডিসি পদমর্যাদার এক আধিকারিক সহ কলকাতা পুলিশের একটি দল হায়দরাবাদে যাবে। গত ২৭ অগাস্ট 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'-এর নবান্ন অভিযানের দিন আন্দোলনকারীদের ছোড়া ইটের ঘায়ে চোখে গুরুতর আঘাত পান দেবাশিস চক্রবর্তী।
ওইদিন ইটের ঘায়ে আঘাত লাগার পর প্রথমে দেবাশিস চক্রবর্তীকে ভর্তি করা হয় SSKM-এ। পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় শঙ্কর নেত্রালয়ে। গত ২৯ অগাস্ট শঙ্কর নেত্রালয়ের জনসংযোগ আধিকারিক জানান, "ওঁর মাল্টিপ্যাল সার্জারি হয়েছে। ওঁর দৃষ্টি ধীরে ধীরে ফিরছে। হাতের নাড়াচাড়া বুঝতে পারছেন। চোখে আলো পড়লে বুঝতে পারছেন। যেটা আগে ছিল না। আরও দু সপ্তাহ পর্যবেক্ষণ করতে হবে। একটা রক্ত জমাট বেঁধে করতে রয়েছে এখনও। সেটা আশা করা যায় দু সপ্তাহে সেটা অনেকটা কমবে। যদি সেটা না কমে তখন চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন কী করবেন।''
এদিকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আর জি কর মেডিক্যালের ফরেন্সিক বিভাগের চিকিৎসক। অ্য়াপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে আর জি কর মেডিক্যালের ফরেন্সিক বিশেষজ্ঞ দেবাশিস সোমকে। রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েন দেবাশিস সোম, রয়েছে কিডনির সমস্যাও। আইসিইউ-তে ভর্তি রয়েছেন আর জি কর মেডিক্যালের ফরেন্সিক বিশেষজ্ঞ দেবাশিস সোম। রাখা হয়েছে বাইপ্যাপ সাপোর্টে। সেমিনার রুমের ভাইরাল ফুটেজে দেখা গিয়েছিল সন্দীপ ঘোষ-ঘনিষ্ঠ দেবাশিস সোমকে। আর জি কর মেডিক্যালে দুর্নীতির তদন্তে দেবাশিস সোমকে একাধিক বার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। আর জি কর মেডিক্যালের দুর্নীতিতে সন্দীপ-ঘনিষ্ঠ দেবাশিসের ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।