রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: ফের আক্রান্ত নারী, বাবার ধারালো অস্ত্রের আঘাতে পরিবারিক হিংসায় ক্ষতবিক্ষত হল মা ও মেয়ে। আশঙ্কাজনক অবস্থায় রেফার করা হল উত্তরবঙ্গ মেডিকেল কলেজে।তদন্তে নেমেছে কোতোয়ালি থানার পুলিশ।


মাকে বাঁচাতে এসে আশঙ্কাজনক মেয়েও


শনিবার সকালে জলপাইগুড়ি কোতয়ালী থানায় এলাকার মণ্ডলঘাট এলাকার নন্দনপুরে ঘটে এই ঘটনা। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। আচমকাই স্বামী ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ মারতে শুরু করে স্ত্রীকে বলে অভিযোগ। বাদ যায়নি মেয়েও। মাকে বাঁচাতে এগিয়ে আসে বছর ২৫ এর মেয়ে। আহতদের  দ্রুত জলপাইগুড়ি শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসে আক্রান্ত গৃহবধূর মেয়ে সহ গ্রামবাসীরা।


পলাতক স্বামী


তবে আক্রান্তের অবস্থা সঙ্কটজনক হওয়ায় পরবর্তীতে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধীন সুপার স্পেশালিটি হাসপতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থা আরো অবনতি হলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের রেফার করে চিকিৎসক। কোতয়ালী থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে, স্বামী সত্যরঞ্জন সরকার পলাতক।


ভয়াবহ ঘটনার সাক্ষী হয়েছিল বাঁকুড়া


অতীতে ভয়াবহ ঘটনার সাক্ষী হয়েছিল বাঁকুড়া। বিষ্ণুপুরে চাঁচরের জঙ্গল থেকে উদ্ধার হয়েছিল গৃহবধূর বিবস্ত্র দেহ। পরিবারের সন্দেহ, নির্যাতন করে খুন করা হয়েছিল মহিলাকে। দেহ উদ্ধারে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এই ঘটনায় পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের হয়েছে। 


আরও পড়ুন, RG কর কাণ্ডের জের, মহিলাদের নিরাপত্তায় 'হেল্প লাইন' চালু জেলা পুলিশের, 'ডায়াল করুন এই নাম্বারে..'


আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের মতো ন্যক্কারজনক ঘটনায় গর্জে উঠেছে গোটা দেশ। নারী নির্যাতনের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে বিশ্বের বিভিন্ন জায়গা থেকেও উঠেছে প্রতিবাদের ঢেউ। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ১৪ অগাস্ট রাতে রাস্তায় নেমে এসেছিলেন মহিলারা। কিন্তু এতকিছুর পরেও মহিলাদের ওপর অত্যাচার কি থামানো যাচ্ছে? নির্যাতন-ধর্ষণ-খুনের মতো জঘন্য ঘটনায় রাশ কি টানা যাবে না? প্রশ্নগুলো উঠছে, কারণ আর জি কর-কাণ্ডে নির্যাতিতার পরিবার বিচার পাওয়ার আগে এবার আরও এক মহিলার বিবস্ত্র দেহ উদ্ধার হল বাঁকুড়ার বিষ্ণুপুরে। এখানেও উঠেছিল ধর্ষণ করে খুনের অভিযোগ। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।