কলকাতা: করোনাকালে জমি, বাড়ি কেনার ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি (Stamp Duty) ১০ শতাংশ থেকে কমিয়ে ৮ শতাংশ করেছিলেন মুখ্যমন্ত্রী। এ-বছরের ১ জুলাই থেকে ফের স্ট্যাম্প ডিউটি বাড়িয়ে করা হল ১০ শতাংশ, নবান্নসূত্রে (Nabanna) একথা জানানো হয়েছে। এর ফলে জমি ও বাড়ির দাম বাড়বে।
লোকসভা ভোট মিটতেই বড় ধাক্কা রাজ্য়বাসীর। করোনা পর্বে আবাসন শিল্পকে চাঙ্গা করতে স্ট্য়াম্প ডিউটিতে ছাড়ের ঘোষণা করেছিল সরকার। ফ্ল্যাট-বাড়ি কেনাবেচায় স্ট্যাম্প ডিউটি ২ শতাংশ ছাড়ের কথা জানানো হয়েছিল ২০২১। এরপর বেশ কয়েকবার সেই ছাড়ের মেয়াদ বাড়ানো হয়। করোনা পর্ব মিটলেও সেই ছাড় বহাল রাখা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি বেশ খানিকটা স্বাভাবিক। করোনা সংক্রমণের হদিশ প্রায় নেই বললেই চলে। এই আবহে এবার ওই ছাড় তুলে নেওয়া হল। স্ট্যাম্প ডিউটি বেড়ে হল ১০ শতাংশ। যা গতকাল অর্থাৎ ১ জুলাই থেকেই লাগু হয়েছে। স্ট্যাম্প ডিউটি ও সার্কেল রেট বাড়ায় লেনদেনের খরচ বাড়বে। এর ফলে ক্রেতাদের উপর আর্থিক বোঝাও বেশ খানিকটা বাড়তে পারে। ফলে ফ্ল্যাট বা বাড়ি কেনার ক্ষেত্রে পকেটেও টান পড়বে।
এদিকে বেড়েছে পেট্রল-ডিজেলের দামও। লিটারপ্রতি পেট্রলের দাম ১ টাকা ১ পয়সা বেড়ে হয়েছে ১০৪ টাকা ৯৫ পয়সা। ডিজেলের দাম ১ টাকা বেড়ে লিটারপ্রতি ৯১ টাকা ৭৬ পয়সা হয়েছে। ১ জুলাই থেকেই রাজ্যজুড়ে কার্যকর হয়েছে নতুন দাম। রাজ্যের করের কারণেই জ্বালানি তেলের দাম বেড়েছে বলে মনে করছে পেট্রল পাম্প মালিক সংগঠন। লোকসভা ভোটের আগে মার্চের মাঝামাঝি সময়ে প্রায় ২ টাকা দাম কমেছিল পেট্রল-ডিজেলের। এমনিতেই কয়েকদিন ধরে বাজারে সবজির দাম চড়া। গরমের সবজিগুলির অধিকাংশেরই দাম সেঞ্চুরি পার করেছে। এই অবস্থায় পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আরও বাড়াবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: WB Monsoon Update: প্রবল বর্ষণের পূর্বাভাস সপ্তাহভর, অবিরাম বৃষ্টি এই জেলাগুলিতে