অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: মধ্য আষাঢ়ে রাজ্যজুড়ে বৃষ্টি (Monsoon Update)। কাল থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যজুড়ে ভারী বৃষ্টি। বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায়। শুক্রবার দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দার্জিলিং ও কালিম্পঙেও ভারী বৃষ্টির সম্ভাবনা। এর ফলে তিস্তা, জলঢাকা-সহ একাধিক নদীতে জলস্তর বাড়তে পারে। 


কালো মেঘে ঢাকল আকাশ: মৌসুমী অক্ষরেখা বিহার থেকে অসম পর্যন্ত। উত্তরবঙ্গের উপর দিয়ে এই অক্ষরেখা থাকায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি। এছাড়াও বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবেই মেঘাচ্ছন্ন আকাশ, সপ্তাহজুড়ে বৃষ্টি হবে।


রাজ্যের আবহাওয়া: উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোনও কোনও দিন প্রবল বৃষ্টির আশঙ্কা। দার্জিলিং, কালিম্পং,  আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই তিন জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে এই সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলাতে। কলকাতা সহ সংলগ্ন এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। 


দেশজুড়ে বর্ষা: আজ সারা দেশে পৌঁছল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। নির্ধারিত সময় ৮ই জুলাই থেকে ছয় দিন আগে সারা দেশে পৌঁছে গেল বর্ষা। এবছর বর্ষা যাত্রা শুরু করেছিল নির্ধারিত সময়ের তিন দিন আগে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। বাংলায় বর্ষা এসেছিল নির্ধারিত সময়ের ৮ দিন আগে উত্তরবঙ্গে।


কোথায় কত বৃষ্টি?


দার্জিলিঙের সেবকে ২৯০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ ২১০ মিলিমিটার। দার্জিলিং ও গজলডোবাতে বৃষ্টি বয়েছে ১২০ মিলিমিটার। গত ২৪ ঘণ্টায় নদিয়া জেলার দেবগ্রামে ৩২.১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Governor Against Chief Minister: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালতে রাজ্যপাল, হাইকোর্টে মানহানির মামলা দায়ের