কলকাতা: ইউক্রেনে (ukraine) আটকে পড়া বাঙালি বাসিন্দা ও পড়ুয়াদের জন্য এবার নবান্নে (nabanna) খোলা হল কন্ট্রোল রুম (control room)। নিজের ট্যুইটারে সে কথাই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (mamata banerjee)। রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের ট্যুইটারে এ বিষয়ে লিখেছেন, ''ইউক্রেনে আটকে পড়া ছাত্রসহ রাজ্যের বাসিন্দাদের সাহায্য করার জন্য নবান্নে কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। এখনও পর্যন্ত ইউক্রেনে আটকে পড়া পশ্চিমবঙ্গের ১৯৯ জনকে দ্রুত নিরাপদে দেশে ফেরানোর ব্যবস্থা করার জন্য বিদেশ মন্ত্রকের কাছে অনুরোধ করা হয়েছে। এবিষয়ে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে রাজ্য। শীঘ্রই মুম্বই এবং দিল্লি পৌঁছবেন কিছু ছাত্র। রাজ্য সরকার তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। ওই ছাত্রদের বিনামূল্যে বিমানের টিকিট দেওয়ার পাশাপাশি, বিমানবন্দর থেকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এজন্য দমদম বিমানবন্দরে রাখা হয়েছে বিশেষ সাহায্যকারী দল।''


রাশিয়ার আগ্রাসনের জেরে ইউক্রেনে আটকে পড়েছেন বহু ভারতীয়। এই পরিস্থিতিতে নতুন নির্দেশিকা জারি করল ভারতীয় বিদেশ মন্ত্রক। নির্দেশিকায় বলা হয়েছে, ভারত সরকারের সঙ্গে যোগাযোগ না করে ইউক্রেনের সীমান্ত এলাকায় না যেতে। নির্দেশিকায় বলা হয়েছে, আটকে পড়া ভারতীয়রা দূতাবাস বা ভারতীয় আধিকারিকদের সঙ্গে আগাম যোগাযোগ ছাড়া যেন সীমান্ত এলাকাগুলির দিকে না যান।   পশ্চিম ইউক্রেনে জল, খাবার ও থাকার জায়গা রয়েছে। সেখানে থাকাই আপাতত নিরাপদ। যারা পূর্ব ইউক্রেনে রয়েছেন, তাঁদের বাড়ির ভিতর অথবা শেল্টারে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে কিভের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার কথা জানিয়েছে বিদেশ মন্ত্রক। নয়া নির্দেশিকায় বলা হয়েছে, দূতাবাস বা আধিকারিকদের সঙ্গে সমন্বয় ছাড়া ভারতীয় নাগরিকরা যদি কোথাও যান বা চেক পয়েন্টে পৌঁছন তাহলে তাঁর সঙ্গে যোগাযোগ করার কাজ কঠিন হয়ে পড়বে।  নির্দেশিকায় আরও বলা হয়েছে,  ইউক্রেনের বিভিন্ন সীমান্ত চেকপয়েন্টের পরিস্থিতি খুবই স্পর্শকাতর এবং কিভের দূতাবাস আমাদের নাগরিকদের সমন্বয়সাধনের মাধ্যমে বের করে আনার ব্যাপারে আমাদের প্রতিবেশী দেশগুলির দূতাবাসগুলির সঙ্গে কাজ করছে।