কলকাতা: হাঁসখালি (Hanskhali) ধর্ষণ মামলায় নির্যাতিতার পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্য। আদালতের ধমকের পর ৫ লক্ষ টাকা দিল স্টেট লিগ্যাল এইড অথরিটি (State Legal Aid Authority)। কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জানাল স্টেট লিগ্যাল এইড অথরিটি। ১ কোটি টাকা ক্ষতিপূরণের দাবিতে মামলার শুনানি ৩০ জানুয়ারি। 

  


নির্যাতিতার পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্য: হাঁসখালিকাণ্ডে (Hanskhali) মৃত তরুণীর পরিবারকে আর্থিক সাহায্য প্রসঙ্গে স্টেট লিগাল এড সার্ভিস অথরিটির ভূমিকায় সোমবার বিরক্তি প্রকাশ করেছিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি। আর কার্যত আদালতের ধমক খেয়ে সেদিনই আর্থিক সাহায্য হিসেবে ৫ লক্ষ টাকা তরুণীর পরিবারকে দিল স্টেট লিগাল এড সার্ভিস অথরিটি।                                                                                                          

ঠিক কী ঘটেছিল? মঙ্গলবার প্রধান বিচারপতির বেঞ্চে আর্থিক সাহায্য দেওয়ার কথা জানিয়েও দেওয়া হয়।  চলতি বছরের ৪ এপ্রিল মাদক খাইয়ে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ ওঠে নদিয়ার হাঁসখালিতে। পরের দিন ওই কিশোরীর মৃত্য়ু হয়।  সেই ঘটনায়, মৃতার পরিবার এতদিন আর্থিক সাহায্য় না পাওয়ায়, মামলা দায়ের হয়।


তারই শুনানিতে সোমবার লিগাল এডের আইনজীবীর উদ্দেশে, প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ বলে, কিছু অস্পষ্ট শব্দ বলে ব্যাপারটা আড়াল করার চেষ্টা হচ্ছে। আপনাদের জন্য কত মানুষ ভুগছে! এত গুরুত্বপূর্ণ মামলায় কেন আপনারা নির্দেশ না নিয়ে আসেন? দায়সারা ভাবে কাজ হয় না। যেখানে নির্দিষ্ট স্কিম আছে, সেখানে আবার আলাদা নির্দেশের কী দরকার আছে? এ নিয়ে মঙ্গলবারের মধ্যেই স্টেট লিগাল সার্ভিস অথরিটিকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। মৃতার পরিবারকে ১ কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়ার দাবিতে আরেকটি জনস্বার্থ মামলা দায়ের হযেছিল। আগামী ৩০ জানুয়ারি সেই মামলার শুনানি হবে।


আরও পড়ুন: Calcutta High Court: 'বেআইনিভাবে চাকরি পেয়েছেন জানলে নিয়োগ বাতিল' হুঁশিয়ারি আদালতের