প্রদ্যোৎ সরকার ও সমীরণ পাল, কোতোয়ালি, উত্তর ২৪ পরগনার: পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে ফের উদ্ধার বোমা। নদিয়ার (Nadia) কৃষ্ণনগরের কোতোয়ালিতে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে ২ ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার হয়েছে। অন্যদিকে, উত্তর ২৪ পরগনার টিটাগড়ে পরিত্যক্ত জায়গা থেকে মিলেছে ৫টি কৌটো বোমা। দুটি ঘটনারই তদন্তে পুলিশ।
চাকদা ও জয়নগরের বেলেদুর্গানগরের পর এবার কৃষ্ণনগরের কোতোয়ালি (Kotowali) ও টিটাগড় (Titahgarh)। পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে ফের উদ্ধার হল বোমা। কোতোয়ালির আনন্দবাস এলাকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে সোমবার সকালে উদ্ধার হয় ২ ব্যাগ ভর্তি তাজা বোমা।
এলাকার ৩৭ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পিছনে বোমা ভর্তি ব্যাগগুলি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। জানাজানি হতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করে বম্ব ডিজপোজাল স্কোয়াড ।
অঙ্গনওয়াড়ি কর্মী রিনা দের কথায়, এখানে সকালে সাতটার সময় সকুল খুলেছে শুভা, শুভা হচ্ছে হেলপার, বলছে বোমা পাওয়া গেছে । আমার বাড়ি এখানে নয়, আমার বাড়ি ভালুকায়। এসে দেখি পুলিশ রয়েছে। গিয়ে দেখি ব্যাগের মধ্যে বোমা রয়েছে । গত ৭ এপ্রিল কোতোয়ালির আনন্দবাস গ্রামেই বোমার আঘাতে জখম হন ২ ব্যক্তি । এই ঘটনার এক মাস পর এবার অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে উদ্ধার হল বোমা ।
অন্যদিকে, টিটাগড় পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের জগৎবল্লভভাই রোডের একটি পরিত্যক্ত জায়গা থেকে গতকাল ৫টি কৌটো বোমা উদ্ধার করে খড়দা থানার পুলিশ। ঘটনায় মহম্মদ জুনের নামে একজনকে গ্রেফতার করা হয়েছে । তাঁকে জেরা করে কারা বোমা রেখেছিল খোঁজ নিচ্ছে পুলিশ । ওই এলাকায় অস্থায়ী ২ হোমগার্ডের বাড়ি। পুলিশ সূত্রের খবর, তাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
টিটাগড় পুরসভা প্রধান কমলেশ সাউ বলছেন, আমি খড়দা থানার আইসিকে বলেছি যে বম্ব ডিজপোজাল স্কোয়াড ঘুরে দেখেছে। ওরা এখন আর পারছে না, তাই বোমা লুকিয়ে রাখছে। যাতে কোনও বাচ্চাদের অসুবিধা না হয় আমি বলেছি যারা এর পিছনে আছে তাদের ভিতরে ঢোকান। যা ব্যবস্থা নেওয়ার নিন।
গত বছরের ৮ ডিসেম্বর টিটাগড়ে বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে জখম হয় ২ স্কুলছাত্র। তার রেশ কাটতেই ফের টিটাগড়ে পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হল বোমা।