রানাঘাট : রানাঘাটে (Ranaghat) মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় ডাক না পাওয়ার অভিযোগে বিজেপি সাংসদ-বিধায়কদের (BJP MP and MLAs) বিক্ষোভ (Agitation)। মুখ্যমন্ত্রীর সভাস্থলের এক কিলোমিটার দূরে রামনগরে ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপরেই রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, রানাঘাট উত্তর-পশ্চিমের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়-সহ বিজেপির জেলা নেতৃত্বকে আটকে দেয় পুলিশ। সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির সাংসদ-বিধায়করা।


বিজেপির দাবি, সরকারি টাকায় প্রশাসনিক সভা হচ্ছে, রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার তাদের ৭ জন বিধায়ক ও সাংসদ থাকলেও, তাঁরা ডাক পাননি।


এনিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।


গতকাল সুর চড়ান মমতা-


পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, রাজ্য-রাজনীতির উত্তাপের পারদ ক্রমশ চড়ছে। বিজেপি নেতাদের অনেকেই ভবিষ্যদ্বাণী করছেন, যে ডিসেম্বরেই রাজ্যে সরকার পড়ে যাবে! এই পরিস্থিতিতে গতকাল নদিয়ার সভা থেকে কখনও CAA নিয়ে তৃণমূল নেত্রী নিশানা করেন বিজেপিকে, কখনও লোকসভা নির্বাচনে রাণাঘাট আসন হাতছাড়া হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ! আগামী লোকসভা নির্বাচন নিয়েও ভবিষ্যদ্বাণী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ২০২৪ সালে কেন্দ্রের ক্ষমতায় আসবে না বিজেপি।


গতকাল নদিয়ার কৃষ্ণনগরের সভায় তৃণমূল নেত্রী আরও দাবি করেন, গতবারের লোকসভার ফলাফল আগামী নির্বাচনে পাল্টে যাবে। বিজেপি অবশ্য এই দাবি-কে গুরুত্ব দিচ্ছে না। ২০২৪-এ বিজেপি ক্ষমতায় আসবে না। এটা আমার কথা নয়। সারা দেশের কথা। আসতে পারে না। আগেরবার যখন এসেছিল, তখন বিহারে তাদের সরকার ছিল, ঝাড়খণ্ডে তাদের সরকার ছিল। মনে রাখবেন তাদের সরকার ছিল আরও অনেক জায়গায়।


আজকের সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে ফের একবার সুর চড়ান মমতা। তিনি বলেন, "১০০ দিনের কাজে টাকা দিচ্ছে না কেন্দ্র। কেন্দ্র টাকা না দিলেও ২৮ লক্ষ জব হোল্ডারকে কাজ দিয়েছি। এর পাশাপাশি উত্তরবঙ্গকে অশান্ত করতে সীমান্ত থেকে অস্ত্র আসছে বলে অভিযোগ করেন তিনি।। বলেন, "উত্তরবঙ্গকে ছত্রভঙ্গ করতে বিহার থেকে অস্ত্র আসছে।" পুলিশ-প্রশাসনকে কড়া নজর রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "বিহার থেকে ১ হাজার টাকায় অস্ত্র ঢুকছে, ওপার থেকেও অস্ত্র ঢুকছে। উত্তরবঙ্গে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। নাকা তল্লাশি বাড়াতে হবে, কড়া নজর রাখতে হবে।"


আরও পড়ুন ; '১০০ দিনের কাজে টাকা দিচ্ছে না কেন্দ্র, তাও ২৮ লক্ষ জব হোল্ডারকে কাজ দিয়েছি', রানাঘাটে সরব মুখ্যমন্ত্রী