প্রদ্যোৎ সরকার, নদিয়া : পাড়ায় ধর্মীয় অনুষ্ঠান চলছিল। সপরিবারে বারান্দায় বসে, মাইকে সেই অনুষ্ঠান শুনছিলেন গৃহবধূ। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই সেই আনন্দ মিলিয়ে গেল কান্নায়। কটুক্তির প্রতিবাদ করায় বাড়িতে হামলার অভিযোগ। নদিয়ায় বোমার আঘাতে মৃত্যু হল গৃহবধূর। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে থানার পাড়ার টোপলা গ্রামে। হামলার অভিযোগে ৮ জনকে আটক করেছে পুলিশ।


পুলিশ সূত্রে খবর, মৃতার নাম হাসিনা বিবি। বয়স ৪০ বছর। তাঁর পরিবারের অভিযোগ, বারান্দায় বসে সপরিবারে অনুষ্ঠান শোনার সময়, কয়েকজন যুবক তাঁদের কটুক্তি করেন।প্রতিবাদ করলে তখনকার মতো সরে যান তাঁরা। কিন্তু পরে ফিরে এসে বাড়িতে বোমাবাজি করেন। বাড়ির দেওয়ালে সেই বোমার দাগ এখনও স্পষ্ট। বোমার আঘাতে জখম হন হাসিনা বিবি। পুলিশ এসে তাঁকে তেহট্ট স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে মহিলাকে মৃত ঘোষণা করা হয়। মৃতার মেয়ে চুমকি বিবি বলেছেন, 'আমরা বসেছিলাম, বাবাও ছিল,কয়েকটা ছেলে উল্টোপাল্টা গালি দিচ্ছিল। বাবা প্রতিবাদ করে, তখন দলবল এনে হামলা চালায়।'


ঘটনার পরে মৃতার বাড়িতে যান তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের শাস্তির বিষয়ে মৃতার পরিবারকে আশ্বস্ত করেন তিনি। এদিকে, নদিয়া গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, হামলার অভিযোগে ৮ জনকে আটক করা হয়েছে। প্রসঙ্গত, জগদ্দলে অর্জুন সিংহের বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটেছিল, সেই ঘটনার তদন্ত সামলাচ্ছে এনআইএ।


আরও পড়ুন- সিপিএমের প্রতীক নিয়ে 'রেড ভলান্টিয়ার্স'দের স্কুল স্যানিটাইজেশন, শুরু রাজনৈতিক তরজা


এদিকে, কিছুদিন আগে উপনির্বাচনের প্রাক্কালে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে সিপিএম কর্মীর বাড়িতে বোমাবাজি হয়। অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, রাত ১১টা নাগাদ সিপিএম কর্মী মোজাফ্ফর হোসেনের বাড়িতে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। খবর পেয়ে দলীয় কর্মীর বাড়িতে যান সামশেরগঞ্জের সিপিএম প্রার্থী মুদাস্সর হোসেন। হামলার নেপথ্যে তৃণমূল, দাবি করেন বাম প্রার্থীর। যদিও সেই দাবি ভিত্তিহীন বলে পাল্টা জানায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব।