আবির দত্ত, কলকাতা-নদিয়া বিভিন্ন সময়ে একাধিক গুরুতর অভিযোগ সামনে এসেছে। এ বার বাংলার বুকে সীমান্ত রক্ষী বাহিনীর (BSF) বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠল। BSF শিবিরেই এক মহিলা কনস্টেবলকে ধর্ষণে অভিযোগ উঠে আসছে। এই ঘটনায় কাঠগড়ায় BSF-এরই কোম্পানি কম্যান্ডার, ইনস্পেক্টর পদমর্যাদার আধিকারিক (Nadia News)। ওই মহিলা কনস্টেবলের উপর তিনি শারীরিক অত্যাচার চালিয়েছেন, ধর্ষণ করেছেন বলে অভিযোগ। নির্যাতিতা এই মুহূর্তে কলকাতার হাসপাতালে ভর্তি (BSF Lady Constable)।
BSF শিবিরেই এক মহিলা কনস্টেবলকে ধর্ষণে অভিযোগ উঠে আসছে
নদিয়ার কৃষ্ণগঞ্জে BSF শিবিরে এই নক্কারজনক ঘটনা ঘটেছে বলে অভিযোগ। গত শনিবার, অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি মহিলা কনস্টেবলকে ধর্ষণ করা হয় বলে জানা গিয়েছে। প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় নির্যাতিতাকে। তার পর কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকদের নির্দেশেই থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।
BSF সূত্রে জানা গিয়েছে, নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত যে শিবির BSF-এর, সেখানে কোম্পানি কম্যান্ডার অর্থাৎ ইনস্পেক্টর পদমর্যাদার এক আধিকারিক কনস্টেবল পদে কর্মরত এক মহিলা কর্মীকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। গত ১৮ ফেব্রুয়ারি এই ঘটনা ঘটে বলে জানা যায়। এর পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় নির্যাতিতাকে। সেখান থেকে তাঁকে সরানো হয় কলকাতার SSKM হাসপাতালে। সেখানে প্রাথমিক পরীক্ষার পর পুলিশকে খবর দিতে নির্দেশ দেন চিকিৎসকরা।
আরও পড়ুন: Mamata Banerjee: বাংলা ভাষাকে সমৃদ্ধ করতে আহ্বান, ‘একুশে’ কবিতা পড়ে শোনালেন মমতা
এর পর ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতনের শিকার ওই মহিলা কনস্টেবল। তাঁর সঙ্গে থানায় যান BSF-এর কয়েক জন আধিকারিকও। সেখানে ৩৭৬-এর বি এবং সি ধারায় ধর্ষণের মামলা দায়ের হয়। কিন্তু যেহেতু নদিয়ার কৃষ্ণগঞ্জে অপরাধ ঘটানো হয় বলে অভিযোগ, তাই ওই মামলা ভবানীপুরের এক্তিয়ারের মধ্যে পড়ে না। ফলে জিরো এফআইআর করে সেটি কৃষ্ণগঞ্জ থানায় পাঠানো হয়। সেখানে তদন্ত শুরু হয়েছে পুলিশের তরফে।
ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতনের শিকার ওই মহিলা কনস্টেবল
এই ঘটনায় BSF -এর সঙ্গে যোগাযোগ করলে, তারা জানা, এই ধরনের ঘটনাকে প্রশ্রয় দেয় না তারা। বিষয়টি খতিয়ে দেখবে তারা। ইতিমধ্যে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে। যে আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ, তাঁকে সাসপেন্ডও করা হয়েছে বলে জানানো হয়েছে BSF-এর তরফে। এ নিয়ে তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশও। তথ্যপ্রমাণ সংগ্রহ করতে BSF শিবিরে গিয়ে কথা বলছে পুলিশ।