প্রদ্যোৎ সরকার, নদিয়া: মঙ্গলবার সকালে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল নদিয়ার কৃষ্ণনগর-করিমপুর এলাকা।  সাতসকালে নদিয়ার কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা, বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন একটি বাস কৃষ্ণনগর থেকে করিমপুরের দিকে যাচ্ছিল ঠিক সেই সময় করিমপুর থেকে মারুতি ভ্যানটি কৃষ্ণনগরের দিয়ে আসছিল। কাঠালিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি মারুতি ভ্যানকে ঠেলে নিয়ে গিয়ে পাশের একটি গাছের সঙ্গে পিষে দেয়। এই ঘটনায় মারুতি ভ্যানে থাকার পাঁচজনেরই ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুমড়েমুচড়ে যায় ভ্যানটি। ক্ষতিগ্রস্ত হয় বাতানুকূল বাসটির সামনের অংশও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মারুতি ভ্যানে থাকা সব যাত্রীর মৃত্যু হয়েছে। এছাড়াও বাসের যাত্রীদের অনেকে আহত। তাঁদের করিমপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সাতসকালে বিকট আওয়াজ শুনে দুর্ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। যদিও মারুতির ভিতর আটকে থাকা যাত্রীদের কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি। দ্রুত খবর দেওয়া হয় করিমপুর থানায়। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। উদ্ধারকাজের জন্য পৌঁছয় দমকল বাহিনীও। 

কী কারণে দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। যাত্রীবাহী বাসটি কি খুব দ্রুতগতিতে ছিল? চালক কি মদ্যপ অবস্থায় ছিল? নাকি তাঁর ঘুমে চোখ লেগে গিয়েছিল? সেই প্রশ্নও উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাসের চালক পলাতক। তাঁকে খুঁজছে পুলিশ।