হাঁসখালি : হাঁসখালিকাণ্ডে (Hanskhali) মূল অভিযুক্ত ব্রজ ওরফে সোহেল গয়ালি-সহ তিনজনের ডিএনএ পরীক্ষার (DNA Test) জন্য নমুনা সংগ্রহ করল সিবিআই। সূত্রের খবর, নির্যাতিতার মা-বাবারও ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে। হাঁসখালির ধর্ষণ-খুনের মামলায় পুলিশ যাঁদের বয়ান নিয়েছিল, এবার তাঁদের জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। খবর সূত্রের।
দিন দুয়েক আগেই হাঁসখালিকাণ্ডে মূল অভিযুক্তের বাড়ি থেকে নমুনা সংগ্রহ করেছিল সিবিআই ও কেন্দ্রীয় ফরেন্সিক দল। বাড়ি থেকে সংগ্রহ করা হয়েছিল রক্তমাখা তোশক, ওষুধের শিশি, ফ্রিজে রাখা খাবারের নমুনা। এছাড়া, মূল অভিযুক্ত সোহেল ওরফে ব্রজ গয়ালির বাড়ির পিছন থেকে মদের বোতল ও মোবাইল ফোনের ভাঙা অংশ উদ্ধার করে কেন্দ্রীয় ফরেন্সিক দল। ব্রজর বাড়ি থেকে নেওয়া হয় আঙুলের ছাপ।
হাঁসখালিকাণ্ডে ডিএনএ পরীক্ষার সাহায্য নেবে সিবিআই। এর আগে নির্যাতিতার বাড়ি থেকে তার নিত্যব্যবহার্য জিনিস সংগ্রহ করা হয়। মূল অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হওয়া নমুনার সঙ্গে ডিএনএ মিলিয়ে দেখা হবে। তখনই জানা গিয়েছিল, ডিএনএ সংগ্রহ করা হবে মূল অভিযুক্ত সোহেল ওরফে ব্রজ গয়ালি-সহ ধৃত ২ জনেরও।
এদিকে হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের তদন্তে নেমে প্রথম কাউকে গ্রেফতার করেছে CBI। গতকাল রানাঘাট থেকে অভিযুক্ত রঞ্জিত মল্লিককে গ্রেফতার করেন গোয়েন্দারা। সূত্রের দাবি, হাঁসখালি গণধর্ষণ ও খুনের ঘটনায়, মূল অভিযুক্ত ব্রজ গ্রেফতার হওয়ার পর থেকেই সপরিবারে পলাতক ছিলেন অভিযুক্ত। শুক্রবার, ধৃতের বাড়িতে যান CBI ও ফরেন্সিক বিশেষজ্ঞরা। কিন্তু, বাড়ি তালা বন্ধ থাকায়, সিল করে দেন গোয়েন্দারা। এরপরই. শনিবার রানাঘাট থেকে রঞ্জিতকে গ্রেফতার করা হয়। নিয়ে আসা হয় কৃষ্ণনগরে CBI ক্যাম্পে। CBI সূত্রে খবর, ঘটনার দিন ব্রজর বাড়িতে পার্টিতে এই রঞ্জিতও উপস্থিত ছিলেন। তাঁর বিরুদ্ধে গণধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এই নিয়ে, হাঁসখালিকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে হল ৩।