প্রদ্যোৎ, নদিয়া: একের পর এক জেলায় লাগাতার আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বেশ কয়েকদিন ধরেই। উদ্ধার হয়েছে বোমাও। এবার ফের নদিয়ায় উদ্ধার হল তাজা বোমা। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার প্রায় ৩৩টি তাজা বোমা উদ্ধার করা হয় নদিয়ার চাপড়ায়। এ দিন উদ্ধার হওয়া ৩৩টি তাজা বোমা নিষ্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল স্কোয়াড। প্রথমে বোমা উদ্ধার করে সেগুলি সীমানগর ফরেস্টে নিয়ে গিয়ে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। রামপুরহাটকাণ্ডে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই জেলায় জেলায় পুলিশি তত্পরতা। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মালদা, পূর্ব বর্ধমানে উদ্ধার আগ্নেয়াস্ত্র, বোমা, কার্তুজ। 


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যেখানে যত বোমা, বন্দুক, গুলি আছে, এক সপ্তাহের মধ্যে তা উদ্ধার করে নষ্ট করতে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর শুরু হয়েছে পুলিশি তৎপরতা। জেলায় জেলায় উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র। 


গ্রেফতার একাধিক দুষ্কৃতী। শনিবার উত্তর ২৪ পরগনার জগদ্দলের গোলঘর জিলিপি মাঠের ধারে বটগাছের কোটর থেকে ৮টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। ভাটপাড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাধুমাঠ অঞ্চল থেকে একটি আগ্নেয়াস্ত্র-সহ ২ দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। বীজপুরেও আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ-এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।  


দেগঙ্গা থেকে ৪জন সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানা এলাকার রবীন্দ্রনগরে আগ্নেয়াস্ত্র, কার্তুজ-সহ ৫জনকে গ্রেফতার করা হয়েছে। বাসন্তী থানার বটতলী গ্রাম থেকে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। অস্ত্র উদ্ধার হয়েছে ক্যানিং থেকেও। কুলতলির সোনাটিকারি থেকে আগ্নেয়াস্ত্র-সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 


ক্যানিং-এর এসডিপিও জানিয়েছেন, আগামী ১০ দিন এই অভিযান চলবে। শনিবার সকালে মালদার হরিশ্চন্দ্রপুরের নানারাই ও ভালুকা-সোনাপুর এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত দু’জনের কাছ থেকে একটি করে আগ্নেয়াস্ত্র ও দু’রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।



পুলিশ সূত্রে খবর, যেহেতু কাছেই বিহার সীমানা, তাই দুষ্কৃতীদের বিহার-যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার রাতেও ইংরেজবাজারের পাঁচ মাইল এলাকা থেকে দু’টি আগ্নেয়াস্ত্র-সহ একজনকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার রাতে পুলিশের অভিযান চলে পূর্ব বর্ধমানের মেমারিতে।