প্রদ্যেৎ সরকার, নদিয়া : অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার ঘিরে বিতর্ক যেন থামছেই না ! ফের একবার যে খাবার থেকে উদ্ধার হয়েছে সাপ ! অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে নেওয়া খিচুড়ি কিছুটা বাচ্চাদের খাইয়ে দেওয়ার পর তাদের মা দেখতে পান খাবারের মধ্যে একটি মরা সাপ। যে ঘটনা জানাজানি হতেই পড়ে যায় তুমুল শোরগোল। যে খিচুড়ি খাওয়ার পর দুটি বাচ্চা অসুস্থ হয়ে পড়ায় তৈরি হয় প্রবল উত্তেজনা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের (Anwanwadi Centre Food Controversy) সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ঘটনা নদিয়ার। চাপড়ার ডোমপুকুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। গোটা ঘটনা ঠিক কী ঘটেছে, কীভাবে ঘটেছে খতিয়ে দেখা হবে ও প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলেই জানিয়েছেন চাপড়ার বিডিও দীনেশ দে।
স্থানীয় সূত্রে খবর, চাপড়ার ডোমপুকুরের পূর্ব-দক্ষিণ পাড়ার বাসিন্দা হাসিনা হালসানা অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিশুদের জন্য খাবার আনতে গিয়েছিলেন। তিনি সেখান থেকে খাবার নিয়ে বাড়ি চলে এসে তাঁর শিশুদের খিচুড়ি খাওয়াচ্ছিলেন। কিছুটা খাওয়ানোর পরই তিনি দেখতে পান, খিচুড়িতে কিছু একটা পড়ে রয়েছে। যা দেখে তাঁর সন্দেহ হয়। কিছুটা খতিয়ে দেখতেই তিনি বুঝতে পারেন, খিচুড়িতে রয়েছে একটি মরা সাপ। যে ঘটনা নিয়ে অন্য অভিভাবকদের জানানোর পর সবাই মিলে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে গিয়ে তুমুল বিক্ষোক্ষ দেখান। তাঁদের দাবি, একাধিকবার খাবারের মান থেকে খাবারে কিছু পড়ে থাকার মতো অভিযোগ করা হলেও কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। এর মাঝেই কিছুটা পরে ওই খিচুড়ি খাওয়া দুই শিশু অসুস্থ বোধ করে। চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু ফের একবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে সাপ মেলায় শুরু হয়েছে প্রবল শোরগোল।
এর আগেও রাজ্যের একাধিক জায়গা থেকে অভিযোগ এসেছিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার নিয়ে। কখনও টিকটিকি, কখনও আরশোলা, কখনও বড় পোকা এমনকি খাবারে মরা সাপ থাকারও অভিযোগ আগেও উঠেছে। পূর্ব বর্ধমানের জামালপুরের পর বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুরে ৮ নম্বর ওয়ার্ডের গাবডোবা এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে প্রায় ৭০ জন শিশু ও ২৫ জন প্রসূতিকে বিলি করা খিচুড়িতে মরা সাপ পড়েছিল। অভিযোগ উঠেছিল, সেই খাবার দিতে গিয়ে এক শিশুর মা দেখতে পান, খিচুড়ির মধ্যে সাপ রয়েছে।