নয়াদিল্লি : মাঠ ছেড়ে বেরিয়ে গিয়ে ম্যাচ ছাড়ার জেরে কেরল ব্লাস্টার্সকে (Kerala Blasters) বড় জরিমানা করল এআইএফএফ (AIFF)। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফে ৪ কোটি টাকা জরিমানা করা হয়েছে আইএসএলের কেরল ফ্র্যাঞ্চাইজিকে। পাশাপাশি 'খেলোয়াড়সুলভ নয় এমন আচরণ ও ম্যাচ ছাড়ার জন্য' সর্বসমক্ষে কেরল ব্লাস্টার্সকে ক্ষমা চাওয়ার বার্তাও দিয়েছে এআইএফএফ। তেমনটা না হলে জরিমানার অর্থ বেড়ে ৬ কোটি হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।


কেরল ব্লাস্টার্সকে জরিমানা করার পাশাপাশি তাদের কোচ ইভান ভুকোমানিচকে দশ ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছে। ৫ লক্ষ টাকা জরিমানা দেওয়ারও কথা বলা হয়েছে। এআইএফএফ-র আয়োজিত কোনও প্রতিযোগিতাতে আগামী দশ ম্যাচ মাঠে বা টেকনিক্যাল এরিয়ায় থাকতে পারবেন না ইভান। কেরল ব্লাস্টার্সের কোচর দায়িত্বে তিনি না থাকলেও ভোগ করতে হবে যে সাজা। 


প্রসঙ্গত, গত ৩ মার্চ বেঙ্গালুরুর কান্তিরাভায় বেঙ্গালুরু এফসি ও কেরল ব্লাস্টার্সের ম্যাচে বেঁধেছিল তুলকালাম। খেলার একেবারে অন্তিম লগ্নে কেরলের বিরুদ্ধে ফ্রি-কিক পায় বেঙ্গালুরু। কেরলের ডিফেন্স লাইন ও গোলরক্ষক পজিশন নেওয়ার আগেই রেফারির বাঁশি বাজানোর সুযোগ নিয়ে গোল করে যান সুনীল ছেত্রী। বেঙ্গালুরুর যে গোল গ্রাহ্য করার জেরে রেফারির ওপর মাঠেই কার্যত রাগে ফেটে পড়েন কেরল ফুটবলাররা। গোটা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে কেরলের কোচ ইভান দলের ফুটবলারদের মাঠ ছেড়ে বেরিয়ে আসতে বলায়। কেরল ফুটবলাররা যেমনটা করার জেরে সেমিফাইনালে স্থান পাকা হয়ে যায় বেঙ্গালুরুর। যাদেরকে হারিয়েই ফের একবার আইএসএল খেতাব জিতেছে মোহনবাগান শিবির।


আইএসএল আপাতত শেষ হয়ে গেলেও কেরল-বেঙ্গালুরু ম্যাচের রেশ টানা বজায় ছিল। ভারতীয় ফুটবল অধিনায়ক হওয়া সত্ত্বেও সুনীল ছেত্রীর বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছিলেন একদল কেরল ব্লাস্টার্সের সমর্থক। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে অবশ্য তেমন কোনও পথে হাঁটা হয়নি। বরং তারা কান্তিরাভায় ওই ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে চিঠি জমা দিয়েছিল।


কেরল দল তুলে নেওয়ায় অবশ্য সোশ্যাল মিডিয়ায় উঠেছিল সমালোচনার ঢেউ। কেরল দল তুলে নেওয়ায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন বেঙ্গালুরু এফসি-র অন্যতম মালিক, জেএসডব্লিউ-এর কর্ণধার পার্থ জিন্দল। তিনি লেখেন, 'সত্যি কেরল ব্লাস্টার্স? আপনারা চান ভারতীয় ফুটবলকে এভাবেই মনে রাখা হোক? আপনারা সত্যিই চান আপনাদের হাজার হাজার ভক্ত এই দলকে আর এই ম্যানেজারকে এভাবে মনে রাখুন? চূড়ান্ত হতাশাজনক। অনেক অভিনন্দন বেঙ্গালুরু এফসি'।


আরও পড়ুন- ঘরে ফিরলেন 'সোনার মেয়ে' নিখাত, সংবর্ধনায় ভাসলেন বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী