প্রদ্যোৎ মণ্ডল, নদিয়া : দোলের দিন মর্মান্তিক দুর্ঘটনা নদিয়ার চাপড়ায়। টোটো ও স্করপিওর ধাক্কায় মৃত্যু হল এক শিশু ও দুই মহিলা সহ ৬ জনের। এই ঘটনায় এখনও পর্যন্ত আহত ১০ জনকে হাসপাতালে আনা হয়েছে। ঘটনাটি ঘটেছে চাপড়া থানার অন্তর্গত লক্ষ্মীগাছা গ্রামে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাকাশিপাড়ার কয়েকজন বাসিন্দা তিনটে টোটো করে ইদের বাজার করতে চাপড়ায় এসেছিলেন। বাজার করে টোটো করেই বাড়ির দিকে রওনা দিয়েছিলেন তাঁরা।
সেই সময় উলটো দিক থেকে তীব্র গতিতে ছুটে আসছিল একটি গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে তা ধাক্কা মারে একটি টোটোটিতে। ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় টোটোটি। রাস্তায় ছিটকে পড়েন যাত্রীরা। গাড়ির তলায় চাপা পড়ে অনেকে। প্রথম টোটোটিকে ধাক্কা মেরে পালানোর সময়ে বাকি টোটো গুলিতেও ধাক্কা মারে ডাইভার। শিশু-সহ আহত হন প্রায় সকলে।
তাঁদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে প্রথমে শিশু-সহ তিনজনকে মৃত বলে ঘোষণা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। বাকিরা চিকিৎসাধীন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গাড়ির ড্রাইভার মত্ত অবস্থায় তিনটি টোটো গাড়িকে ধাক্কা মারে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে