প্রদ্যোৎ সরকার ও আশিস বাগচী, নদিয়া : পলাশিপাড়ার পর এবার নদিয়ার (Nadia) নাকাশিপাড়া। পঞ্চায়েতের বোর্ড গঠনের পর নদিয়ায় ফের চলল গুলি। কংগ্রেস সমর্থকদের বাড়িতে ঢুকে এলোপাথাড়ি ছররা গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শিশু, মহিলা-সহ অন্তত ১৫ জন আহত বলে দাবি। আহতদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনায় ৫ তৃণমূল কর্মীকে আটক করেছে নাকাশিপাড়া থানার পুলিশ (Nakashipara Police Station)।
প্রসঙ্গত, ২৩ আসনের হরনগর গ্রাম পঞ্চায়েতে ১৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল (TMC)। বাকি ১০টি আসনে ভোট হলে কংগ্রেস ২টি এবং তৃণমূল ৮টি আসনে জেতে। কংগ্রেসের অভিযোগ, ভোটের আগে থেকেই এলাকায় সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। গতকাল বেছে বেছে কংগ্রেস সমর্থকদের বাড়িতে ঢুকে ছররা গুলি ছোড়া হয়। হামলা-যোগ অস্বীকার তৃণমূলের। এর আগে পলাশিপাড়ায় গুলিবিদ্ধ হন এক SUC কর্মী।
ফের ভোট পরবর্তী সন্ত্রাস! আবার চলল গুলি! SUC-র পর এবার আক্রান্ত কংগ্রেস! মহিলা থেকে বৃদ্ধা, এমনকি নিস্তার পেল না শিশুরাও। কংগ্রেসের অভিযোগ, ভোটের আগে থেকেই এলাকায় সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। এই পরিস্থিতিতে রবিবার রাতে বেছে বেছে কংগ্রেস কর্মীদের বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। কংগ্রেস কর্মীদের অভিযোগ, তাঁদের বাড়িতে ঢুকে ছররা গুলি (Pelet Gun) চালায় প্রায় ১৫ জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী।
২ শিশু, ৬ জন মহিলা-সহ প্রায় ১৫ জন গুরুতর জখম হয় বলে অভিযোগ। নাকাশিপাড়ার আক্রান্ত কংগ্রেস কর্মীর অভিযোগ, 'যাঁকে পেয়েছে তাকে গুলি করেছে। বাচ্চা, বড়, মানে যেই ছিল, তাঁকেই গুলি করেছে।' কংগ্রেসের (Congress) অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও শাসকদলের পক্ষ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে।
রাতেই আহতদের বেথুয়াডহরী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্থানান্তরিত করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে। কিন্তু সেখানে চিকিৎসা না পাওয়ার অভিযোগ তোলেন আক্রান্ত কংগ্রেস কর্মীরা। মঙ্গলবার সকালে শক্তিনগর হাসপাতালে পৌঁছন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Choudhury)। আহত কংগ্রেসকর্মীদের সঙ্গে কথা বলেন। তদন্তে নেমে এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজন তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন- স্কুটার থেকে নামিয়ে ব্যবসায়ীকে গুলি করে খুন ! কামালগাজিতে তীব্র চাঞ্চল্য
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন