সৌমিত্র কুমার রায়, রঞ্জিত হালদার ও প্রকাশ সিনহা, দক্ষিণ ২৪ পরগনা : দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) কামালগাজির ফরতাবাদে স্কুটার থেকে নামিয়ে যুবককে গুলি করে খুন। মৃতের নাম শাহিদ মণ্ডল। বছর পঁচিশের শাহিদ বাবার আলু-পিঁয়াজের ব্যবসা দেখাশোনা করতেন। পরিবার সূত্রে খবর, প্রতিদিনের মতোই গতকাল টাকা কালেকশন করে ফিরছিলেন ওই যুবক।


অভিযোগ, ফরতাবাদ এলাকায় একটি আবাসনের সামনে তাঁর স্কুটার আটকে গুলি করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। বহুতলের নিরাপত্তা রক্ষী দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। পিয়ারলেস হাসপাতালে নিয়ে গেলে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। রাতেই ঘটনাস্থলে যায় নরেন্দ্রপুর থানার পুলিশ (Narendrapur Police Station)। এলাকায় ভাল ছেলে বলে পরিচিত শাহিদ কী কারণে খুন হলেন, তা নিয়ে অন্ধকারে প্রতিবেশীরা। 


যাদবপুরকাণ্ডের মধ্যেই শহরে ফের রহস্যমৃত্যু! ঢাকুরিয়া, বাঘাযতীনের পর এবার কামালগাজি। নরেন্দ্রপুর থানা থেকে মাত্র ৫০০ মিটার দূরে যুবক খুন ! কী কারণে খুন, তা নিয়ে এখনও ধোঁয়াশা। পরিবার সূত্রে খবর, রাতে টাকা কালেকশন করে স্কুটারে করে ফিরছিলেন ওই ব্যবসায়ী যুবক। প্রত্যক্ষদর্শীদের দাবি, ফরতাবাদ এলাকায় একটি আবাসনের সামনে তাঁর স্কুটার আটকে গুলি করে ৩ দুষ্কৃতী। তাদের সবার মাথা ঢাকা ছিল হেলমেটে।


বহুতলের নিরাপত্তারক্ষী খবর দেন স্থানীয়দের। পিয়ারলেস হাসপাতালে নিয়ে গেলে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ জানিয়েছে, খুনের মামলা রুজু করা হয়েছে। যেখানে ঘটনাটি ঘটেছে, সেখানে কোনও সিসিটিভি (CCTV Camera) নেই। বাইপাসের অন্যান্য সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।


এর আগে গত ৩ তারিখ, বাঘাযতীন রামঠাকুর আশ্রম এলাকায় এক রিকশচালককে খুনের অভিযোগ ওঠে আরেক রিকশচালকে বিরুদ্ধে। গত ৩০ জুলাই ঢাকুরিয়ায় মদের দোকানে বচসার জেরে এক ক্রেতাকে মাটিতে ফেলে নির্মমভাবে মারধর করেন দোকানের কর্মচারী। দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়ে হাড় হিম করা ছবি! ঘটনাস্থলেই মৃত্যু হয় ক্রেতার। এরপরেই এলাকায় আছড়ে পড়ে স্থানীয়দের রোষ। এইসব ঘটনার রেশ কাটতে না কাটতে, যুবক খুন কামালগাজিতে।      


আরও পড়ুন- ওষুধ আছে, কিন্তু নেই র‍্যাগিং-রোগ রুখতে প্রয়োগ ! দেড় দশক আগেই রাঘবন কমিটির সুপারিশে ঠিক কী কী ছিল ?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন









https://t.me/abpanandaofficial