নদিয়া: ফের নদিয়ায় ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। কল্যাণী জেএনএম হাসপাতালে মৃত্যু রানাঘাটে ডেঙ্গি আক্রান্ত এক ব্যক্তির। ৭-৮দিন ধরে জ্বরে ভুগছিলেন, কল্যাণী জেএনএম হাসপাতালে মৃত্যু হয়েছে। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি পজেটিভের কথা উল্লেখ রয়েছে। এ নিয়ে রাজ্যে ২২দিনে ১০জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। রাজ্য়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি মোকাবিলায় দক্ষিণ দমদম পুরসভার হাসপাতালে খোলা হয়েছে ১০০ শয্য়ার আলাদা ইউনিট। জঞ্জাল ফেলা নিয়ে এবার আরও কড়া হতে চলেছে কলকাতা পুরসভা। 


উদ্বেগ বাড়াচ্ছে রাজ্য়ের ডেঙ্গির পরিসংখ্য়ান: রাজ্য়ে এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৪ হাজার, বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দফতর সূত্রে দেওয়া তথ্য-পরিসংখ্যানও যথেষ্ট উদ্বেগের। স্বাস্থ্য ভবন সূত্রে খবর,  গত সপ্তাহে রাজ্য়ে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ১০৩৫ জন শহর এলাকার থেকে গ্রামীণ এলাকায় সংক্রমণ বেশি। ৭২ শতাংশ গ্রামীণ এলাকার মানুষ ডেঙ্গি আক্রান্ত। শহরে ডেঙ্গি আক্রান্তের হার ২৮ শতাংশ। সম্প্রতি ৪০০ রোগীর রক্তের নমুনা পরীক্ষার জন্য় পাঠানো হয়। তার মধ্য়ে ৩০০টি রক্তের নুমনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। ৬৩ শতাংশ ডেঙ্গি রোগী ডেঙ্গ্ ৩ ভাইরাসে সংক্রমিত ১৭ শতাংশ রোগী ডেঙ্গু ২ ভাইরাসে সংক্রমিত। ১৫ শতাংশের শরীরে বাসা বেঁধেছে ডেঙ্গ ৪ ভাইরাস ।


উদ্বেগজনক ডেঙ্গি পরিস্থির মধ্যেই দমদমের ভয়াবহ পরিস্থিতির ছবি প্রকাশ্যে আসে। দক্ষিণ দমদম পুরসভা এলাকায় পড়ে জঞ্জাল। স্থানীয় ৩১ নম্বর ওয়ার্ডের পাতিপুকুর পল্লিশ্রীতে জরাজীর্ণ পার্কে বৃষ্টির জলে মিলেছিল মশার লার্ভা। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন জঞ্জাল সাফাই করা হয় না। দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে মাস খানেক আগে ডেঙ্গিতে এক মহিলার মৃত্য়ু হয়। তার পরেই সক্রিয় হয়েছে পুরসভা। পুরসভার হাসপাতালে ১০০ শয্য়ার আলাদা ইউনিট খোলা হয়েছে। জঞ্জাজ জমে থাকা নিয়ে আইনত ব্য়বস্থা নেওয়ার পথে হাঁটতে চলেছে দক্ষিণ দমদম পুরসভা। 


ডেঙ্গি মোকাবিলায় জঞ্জাল পড়ে থাকা নিয়ে কড়া কলকাতা পুরসভাও ফাঁকা জমি ও পুকুরের পাশে জঞ্জাল ফেলা হলে এবার থেকে সংশ্লিষ্ট জমি ও পুকুরের আশেপাশে সব বাড়িকে নোটিস পাঠানো হবে। তারপরেও জঞ্জাল পড়ে থাকলে সব বাড়িকে নোটিস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঙ্গলবারের কলকাতা পুরসভার ১০ নম্বর বোরোর বৈঠকে। ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় কলকাতা পুরসভার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে এদিন মৌলানা আজাদ কলেজ থেকে মিছিল করে পুরসভার সামনে বিক্ষোভ দেখায় মধ্য কলকাতা জেলা কংগ্রেস। মেয়রের পদত্য়াগের দাবি তোলা হয় বিক্ষোভ কর্মসূচি থেকে।