কলকাতা : হাঁসখালিকাণ্ড (Hanskhali) নিয়ে সরব সৌগত রায় (Sougata Roy)। যদিও ভিন্ন সুর শোনা গেল শতাব্দী রায়ের গলায়। "মহিলা মুখ্যমন্ত্রী কি চেয়েছেন এটা ?" প্রশ্ন শতাব্দীর।
হাঁসখালিকাণ্ড নিয়ে রাজ্যজুড়ে তোলপাড়ের আবহে বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেছেন, "যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, সেখানে একটা ঘটনা ঘটলেও তা লজ্জার। মহিলাদের উপর অত্যাচার কোনও ভাবেই বরদাস্ত নয়। এই ধরনের ঘটনায় কঠোর ব্যবস্থা নিতে হবে। সকলেই নারী সুরক্ষা নিয়ে চিন্তিত ।"
আরও পড়ুন ; মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে নারী নির্যাতনের একটি ঘটনাও লজ্জার, বিস্ফোরক সৌগত রায়
তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আজ শতাব্দী বলেন, "সৌগতদা-র সঙ্গে একমত নই। মহিলা-পুরুষ বিভেদ নয়। যে কোনও ঘটনা দুঃখজনক। মহিলা মুখ্যমন্ত্রী কি চেয়েছেন এটা ? মুখ্যমন্ত্রী কি চান এটা ? কোনও সরকার, কোনও মন্ত্রী কি এটা চাইবে ? আলাদা করে মহিলা মুখ্যমন্ত্রী বলে মহিলা ধর্ষিত হবে না, এটা নয়। কোথাও কোনও রাজ্যে পুরুষ বা নারী - যে-ই মুখ্যমন্ত্রী হোক না কেন কখনই চাইবে না এরকম একটা ঘটনা ঘটুক। সেটা মানুষ হিসেবেও লজ্জার, দুঃখের এবং কষ্টের।"
সোমবার হাঁসখালিকাণ্ড (Hanskhali) নিয়ে বিস্ফোর মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। হাঁসখালির নির্যাতিতা সম্পর্কে তিনি বলেছিলেন, ' আপনি রেপ বলবেন, না কি প্রেগনেন্ট বলবেন, নাকি লভ অ্যাফেয়ার বলবেন... মেয়েটির লাভ অ্যাফেয়ার্স ছিল। বাড়ির লোকেরা সেটা জানত। প্রতিবেশীরাও সেটা জানত। এখন যদি কোনও ছেলেমেয়ে প্রেম করে,, সেটা আমার পক্ষে আটকানো সম্ভব নয়। '
এই মন্তব্যের পরই রাজনৈতিক ক্ষেত্র থেকে বিভিন্ন রকম মন্তব্য, পাল্টা মন্তব্য উঠে আসে। মঙ্গলবার হাঁসখালি গিয়ে, সম্পূর্ণ উল্টো সুর শোনা যায় তাঁরই দলের সাংসদ মহুয়া মৈত্রর গলায়। তিনি বলেন, ' আঠেরো বছরের নিচে বয়স হলে কনসেন্ট থাকলেও যৌন সম্পর্ক অবৈধ।'