প্রদ্যোৎ সরকার, নদিয়া: হাঁসখালিতে মর্মান্তিক দুর্ঘটনা (Road Accident)। নদিয়ায় (Nadia) গাড়ির ধাক্কায় মৃত্যু হল বাবা ও মেয়ের।


মর্মান্তিক এই অঘটন ঘটেছে নদিয়ার হাঁসখালি থানার অন্তর্গত বেতনা এলাকায়। বুধবার বিকেলে বেতনার একটি মাঠে কৃষ্ণ সাহা খেলা দেখছিলেন। সঙ্গে ছিল তাঁর মেয়ে, চতুর্থ শ্রেণীর ছাত্রী পিউ সাহা। সেই সময় হঠাৎই একটি চারচাকা গাড়ি এসে বাবা ও মেয়েকে ধাক্কা মারে।


কিছু বুঝে ওঠার আগেই বড়সড় দুর্ঘটনা ঘটে যায়। সঙ্গে সঙ্গে গুরুতর আহত অবস্থায় তাঁদের শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা পিউ সাহাকে মৃত বলে ঘোষণা করেন। তার কিছুক্ষণ পরই বাবা কৃষ্ণ সাহাকেও চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।


আনন্দে খেলা দেখার মুহূর্ত নিমেষে বদলে দিল কত কিছু। ওলটপালট হয়ে গেল সব। কেড়ে নিল দুটি তাজা প্রাণ। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘাতক গাড়িটিকে আটক করেছে হাঁসখালি থানার পুলিশ।


আরও পড়ুন: South 24 Pargana News: ডাক্তার দেখানোর নাম করে স্ত্রী ও সন্তানকে খুন, গ্রেফতার স্বামী


অন্যদিকে, আজই একের পর এক পথ দুর্ঘটনায় শিশু মৃত্যুর খবর সামনে আসছে। পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে পাণ্ডবেশ্বর (Pandaveswar)। বাইক ও লরির ধাক্কায় মৃত্যু হয় এক শিশুকন্যার। আহত হয়েছেন চালক। এরপরই এলাকা ক্রমেই অগ্নিগর্ভ হয়ে ওঠে। মুহূর্তের মধ্যে এলাকায় বিপুল উত্তেজনা তৈরি হয়। রাস্তা অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। এছাড়া পুলিশের সঙ্গে বচসা ও ধাক্কাধাক্কি হয়। রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় এলাকার মানুষ। 


পথ দুর্ঘটনার জেরে প্রাণ হারাতে হয়েছে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের কলমিজোর এলাকার ঘটনা। মৃত ছাত্রীর নাম নাতাশা পড়িয়া। আর এই দুর্ঘটনার জেরে উত্তাল এলাকা, ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। অঘটনের জেরে স্থানীয় বাসিন্দারা রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ করতে থাকেন। রাস্তা কেটে পথ অবরোধ করেন তারা। এরপর পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে গেলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষরা।