নদিয়া: আচমকাই একটা থাপ্পড়! আর তারপরই শুরু হয়ে গেল হাতাহাতি। ঘটনার সঙ্গে যুক্তরা শিক্ষক। তাঁদের এই মারামারির ঘটনা ভিডিও ক্যামেরায় ধরা পড়েছে। স্কুল ফের খোলার আগের দিনই দুই শিক্ষকের এই হাতাহাতি, মারামারির ঘটনায় চাঞ্চল্য ছড়াল কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে। কৃষ্ণনগরে ঘটনায় তদন্তের নির্দেশ শিক্ষা দফতরের। পুরো ঘটনায় স্কুল শিক্ষা দফতর অবিলম্বে জেলা শাসকের কাছে রিপোর্ট চেয়ে পাঠায়। জেলা বিদ্যালয় পরিদর্শককে আগামী শুক্রবারের মধ্যে বিশদে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারপরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সরকার পুরো ঘটনায় উদ্বিগ্ন বলেই জানা গেছে।
সূত্রের খবর, বেতনের স্টেটমেন্টের দাবিতে প্রধান শিক্ষক মনোরঞ্জন বিশ্বাসের ঘরের সামনে অবস্থানে বসেন ভূগোলের শিক্ষক নিমাই মজুমদার। আচমকা সেই সময় এক শিক্ষকের ওপর চড়াও হন অন্য একজন শিক্ষক। তারপরই দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এরপর অন্য শিক্ষকরা এসে দু’জনকে সরিয়ে দেন। এই ঘটনা নিয়ে স্কুল কর্তৃপক্ষের কোনএ প্রতিক্রিয়া মেলেনি।
বৃহস্পতিবার খুলবে স্কুল... তার আগে বুধবার এমনই এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল, নদিয়ার ঐতিহ্যবাহী কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল। সংবাদমাধ্যমের সামনেই মারপিটে জড়ালেন ভূগোলের শিক্ষক এবং প্রধান শিক্ষক।
ধাক্কাধাক্কি... কিল... চড়... ঘুষি...বাদ গেল না কিছুই। পে স্লিপ না পাওয়া-সহ একাধিক অভিযোগে এদিন প্রধানশিক্ষকের ঘরের সামনে, প্ল্যাকার্ড হাতে অবস্থান বিক্ষোভে বসেছিলেন ভূগোলের শিক্ষক নিমাই মজুমদার। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান শিক্ষক। সামনেই ছিলেন ভূগোলের শিক্ষক। প্রধান শিক্ষক কথা বলার মাঝেই, তাঁর উপর চড়াও হন বিক্ষোভকারী শিক্ষক। পাল্টা হাত চালান প্রধান শিক্ষকও।অন্য শিক্ষকরা কোনওরকমে সামলান দু’জনকে।
১৭৫ বছরের কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল।একসময় এই স্কুলেই পড়েছিলেন রামতনু লাহিড়ি,দ্বিজেন্দ্রলাল রায়ের মতো বিশিষ্ট ব্যক্তিরা...পড়াশোনা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর বন্ধু, হেমন্ত কুমার সরকারও।সেই ঐতিহ্যবাহী স্কুলেই দুই শিক্ষকের মারপিট!!যা কোনওভাবেই মেনে নিতে পারছেন না স্কুলের প্রাক্তনী থেকে শুরু করে বিদ্বজনেরা।