'Bhool Bhulaiyaa 2' Release Date: ফের পিছিয়ে গেল 'ভুল ভুলাইয়া ২' ছবির মুক্তি, বড়পর্দায় কবে আসছে কার্তিক-কিয়ারা জুটি?

'Bhool Bhulaiyaa 2' Release Date: ছবিতে কার্তিক আরিয়ান, কিয়ারা আডবাণী ছাড়াও তাব্বুকে অভিনয় করতে দেখা যাবে। কোভিড মহামারীর কারণে ছবিটির মুক্তির তারিখ কয়েকটি পরিবর্তনের সাক্ষী হয়েছে।

Continues below advertisement

নয়াদিল্লি: বুধবার কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবাণী (Kartik Aaryan and Kiara Advani) অভিনীত 'ভুল ভুলাইয়া ২' (Bhool Bhulaiyaa 2) ছবির নতুন মুক্তির তারিখ ঘোষণা করা হল। নতুন তারিখ ঘোষণা করে ২০ মে ২০২২ করা হয়েছে। এর ফলে এস এস রাজামৌলির ছবি 'আর আর আর'-এর সঙ্গে একই দিনে মুক্তি এড়ানো যাবে। 'আর আর আর' (RRR) মুক্তি পাচ্ছে ২৫ মার্চ। 'ভুল ভুলাইয়া ২' ছবির মুক্তির তারিখও প্রথমে ২৫ মার্চই স্থির করা হয়। 'আর আর আর' ছবির সঙ্গে সংঘর্ষ এড়াতেই পিছনো হল কার্তিক ও কিয়ারার ছবির তারিখ।

Continues below advertisement

এদিন ফিল্ম অ্যানালিস্ট তরণ আদর্শ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, 'ভুল ভুলাইয়া ২ নতুন তারিখে সরে গেল... ২৫ মার্চ ২০২২-এ মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির কিন্তু এবার তা ২০ মে ২০২২-এ প্রেক্ষাগৃহে পৌঁছবে।'

 

ছবিতে কার্তিক আরিয়ান, কিয়ারা আডবাণী ছাড়াও তাব্বুকে (Tabbu) অভিনয় করতে দেখা যাবে। কোভিড মহামারীর কারণে ছবিটির মুক্তির তারিখ কয়েকটি পরিবর্তনের সাক্ষী হয়েছে। এটি ২০২০ সালের জুলাই মাসে বড়পর্দায় আসার কথা ছিল। করোনার কারণে ছবির শ্যুটিংও পিছিয়ে যায়। 

আরও পড়ুন: 'Jhund' Release Date: ৪ মার্চ মুক্তি পাচ্ছে অমিতাভ বচ্চনের 'ঝুন্ড'

Continues below advertisement
Sponsored Links by Taboola