সুজিত মণ্ডল, নদিয়া: কালীপুজোর রাতে অগ্নিকাণ্ড। শান্তিপুরের সুতোর গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। হঠাৎ আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। জানা যায়, বৃহস্পতিবার রাত্রি সাড়ে দশটা নাগাদ ওই এলাকার বাসিন্দা জগদীশ চন্দ্রের শাড়ি তৈরির সুতো মজুদ করে রাখা গোডাউনে হঠাৎই ভয়াবহ আগুন লেগে যায়।
গতকাল রাতে নদিয়ার শান্তিপুর থানার বসন্তপল্লিতে একটি সুতোর গোডাউনে আগুন লাগে। নিমেষে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে চারিদিকে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হননি। শাড়ি তৈরির জন্য ওই গোডাউনে সুতো মজুত করে রাখা হয়েছিল। তবে ক্ষয়ক্ষতি হয়েছে কয়েক লক্ষ টাকার। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দাদের ধারণা, কালীপুজো উপলক্ষে অনেকেই ফানুস ওড়ায়। সেই ফানুসের আগুনের ফুলকি কোনওভাবে গোডাউনে পড়ে। এরপরেই আগুন ধরে যায়।
সম্প্রতি খিদিরপুরের ফ্যান্সি মার্কেটের উল্টোদিকে গ্রিন প্লাজা মার্কেটে ভয়াবহ আগুন লাগে। খিদিরপুরে ইলেকট্রনিক সরঞ্জামের পাইকারি বাজারে আগুন লাগে এদিন। দমকলের ৪টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিন বেলার দিকেই রিজেন্ট পার্ক থানা এলাকায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় যুবকের। পেশায় পুরোহিত ওই যুবক বাড়িতে একাই থাকতেন। পুলিশ সূত্রে খবর, সকালে বাড়িতে আগুন লাগার পর তিনি বের হতে পারেননি। দমকল সূত্রে খবর, কী থেকে অগ্নিকাণ্ড ঘটেছে, তা স্পষ্ট নয়।
দাউদাউ করে জ্বলছিল ঘর। ভিতর থেকে ‘বাঁচাও... বাঁচাও’ চিত্কার শুনতে পেয়েছিলেন প্রতিবেশীরা। কিন্তু বাঁচানো যায়নি অগ্নিব্যুহে আটকে পড়া যুবককে। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর মর্মান্তিক এই ঘটনা ঘটে রিজেন্ট পার্ক থানা এলাকার পূর্ব পুঁটিয়ারির পশ্চিম আনন্দপল্লিতে। স্থানীয় সূত্রে খবর, টালির চালের এই দু’কামরার বাড়িতে একা থাকতেন ৩৫ বছরের গৌতম চক্রবর্তী। পেশায় ছিলেন পুরোহিত। এদিন সকালে আচমকাই তাঁর বাড়িতে আগুন ধরে যায়। দাউদাউ করে ধোঁয়া বেরোতে থাকে। ঘরে আটকে পড়েন গৌতম।
প্রতিবেশীরা ছুটে আসেন। টালির চাল ভেঙে গৌতমকে বের করে আনার চেষ্টা হলেও তা সফল হয়নি। দমকলের ১টি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও তখন সব শেষ। দরজা ভেঙে গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় গৌতমকে উদ্ধার করা হয়। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন।