সনৎ ঝা, শিলিগুড়ি: পিলার বসে যাওয়ায় গত ১৫ দিন ধরে শিলিগুড়ির (Siliguri) বালাসন (Balason) সেতু (Bridge) দিয়ে যান চলাচল বন্ধ। এর জেরে সমস্যায় পড়েছেন সেতুর দু’পাশের শতাধিক ছোট ব্যবসায়ী (Businessman)। পর্যটকরা (Tourists) ওই পথে যাচ্ছেন না। তাই বিকিকিনি কার্যত বন্ধ। দীপাবলিতে (Diwali) অনিশ্চয়তার অন্ধকার গ্রাস করছে সেখানকার ব্যবসায়ীদের।


আলোর উৎসব, দীপাবলির (Diwali) আনন্দ। কিন্তু এঁদের জীবনের অন্ধকার ঘোচাবে কে? পথের ধারে পসরা সাজানো রয়েছে। কিন্তু সেসব কেনার লোক কোথায়? তাই উৎসবের মরসুমে, উদ্বেগে কাটছে মাটিগাড়ার বালাসন সেতুর দু’পারের শতাধিক ছোট ব্যবসায়ীদের। উত্তরবঙ্গের (North Bengal) যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম বালাসন সেতু। কিন্তু গত ১৯ অক্টোবর এই সেতুর ৩ নম্বর পিলার বসে গিয়ে, যান চলাচল পুরোপুরি বন্ধ। পর্যটনের ভরা মরসুমেও তাই এ পথ মাড়াচ্ছেন না কেউ। আর পর্যটকদের ভরসায় ব্যবসা চালিয়ে আসা এতজন ব্যবসায়ী পড়েছেন মহা আতান্তরে।


উল্লেখ্য গত ২০ অক্টোবর পাহাড়ে অতিবৃষ্টির পরই বন্ধ হয়ে যায় দার্জিলিঙের (Darjeeling) মাটিগাড়ার বালাসন সেতু।  বসে যায় সেতুর তিন নম্বর পিলার। জানানো হয়, ৩১ নম্বর জাতীয় সড়কের উপর এই গুরুত্বপূর্ণ সেতু বন্ধ থাকবে আরও ২৫ দিন। আর এই সেতু বসে যাওয়ার জন্য শুরু হয় তৃণমূল (TMC) বিজেপি (BJP) চাপানউতোর। কিন্তু ১৫ দিন পেরিয়ে গেলেও পরিস্থিতির বদল ঘটেনি। 


কবি লিখেছিলেন, দুঃখের প্রদীপ জ্বালিয়েই আলোর সন্ধানে বের হতে হয়। দীপাবলির দিনে এই ব্যবসায়ীরাও সেই আলোর সন্ধান চালাচ্ছেন। মাটির প্রদীপ, হরেক ফুলের গাছ। ঘর সাজানোর জিনিসপত্র, এসবের চাহিদা বেশ ভালো। কিন্তু বালাসন সেতুতে যাতায়াত বন্ধ হয়ে, তাঁদের রোজগারের (Source of Income) পথটাও বন্ধ করে দিয়েছে। বালাসন সেতুর (Balason Bridge) বসে যাওয়া অংশটি মেরামতির পাশাপাশি সেখানে একটি বেইলি ব্রিজ (Bailey Bridge) বসানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ত দফতর। কিন্তু, কাজ এখন বন্ধ।


আরও পড়ুন: Purba Burdwan Theft Case Update: পুজো দিতে গিয়েছিলেন বাড়ির সদস্যরা; সোনা-হীরের গয়না, লক্ষাধিক টাকা-সহ ব্যবসায়ীর বাড়ি থেকে খোয়া গেল সর্বস্ব