প্রদ্যোৎ সরকার, পলাশিপাড়া: দৈনিক রোজগার ছিল ১৮০। কোনও কোনও দিন ভাগ্য ভাল থাকলে তা পৌঁছত ২০০-তে। ব্যস এতটুকুই। তবে ভাগ্য ফিরল মৎস্যজীবী মজনু। লটারি  কেটে রাতারাতি কোটি টাকার মালিক হয়ে গেলেন তিনি। নদীয়ার পলাশিপাড়া থানার বারনিয়া রতনপুরের মজনু দফাদার।


খালে বিলে মাছ ধরার কাজ করতেন। মজুরি পেতেন ১৮০ টাকা থেকে ২০০ টাকার মধ্যে। তাতেই অতিকষ্টে বৃদ্ধ মা-বাবাকে নিয়ে ১০ জনের সংসার চালাতেন মজনু। কিন্তু স্বাভাবিকভাবেই চরম অভাবের সংসারে হাসি ফোটাতে পারেননি।


কিন্তু নতুন বছর নিয়ে এল এক রাশ খুশি। গত শনিবার অর্থাৎ ১ জানুয়ারি একটি লটারি টিকিট কাটেন তিনি। আর তাতেই জ্যাকপট।  ওই লটারির টিকিটেই রাতারাতি কোটিপতি হয়ে যান মজনু দফাদার। তারপর থেকেই বাড়িতে আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীদের ভিড়। মজনুর সংসারেও খুশি। এমন দিনবদলে খুশি বৃদ্ধা বাবা-মা। এবার অন্তত একটু ভাল খেয়ে পরে বাঁচা যাবে। এমনটাই ভাবছে দরিদ্র পরিবার।