ব্রতদীপ ভট্টাচার্য, প্রকাশ সিনহা এবং সুজিত মণ্ডল, নদিয়া: হাঁসখালিকাণ্ডে (Hanskhali) এক নাবালক-সহ আরও তিনজনকে গ্রেফতার করল CBI। ধৃতরা মূল অভিযুক্ত ব্রজ গয়ালির ঘনিষ্ঠ বলে পরিচিত। তাঁদের বিরুদ্ধে মৃতের পরিবারকে হুমকি ও তদন্তকে ভুল পথে চালিত করার অভিযোগ।
কী অভিযোগ?
নদিয়ার (Nadia) হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ (Gang Rape) করে খুনের অভিযোগে, আগেই গ্রেফতার হয়েছিলেন তৃণমূল (TMC) নেতার ছেলে মূল অভিযুক্ত ব্রজগোপাল গয়ালি -সহ তিনজন। এবার এক নাবালক-সহ আরও তিনজনকে গ্রেফতার করল CBI। তাঁদের বিরুদ্ধে মৃতের পরিবারকে হুমকি এবং তদন্তকে ভুল পথে চালিত করার অভিযোগ রয়েছে।
ধৃতরা তৃণমূল নেতার ছেলে, ব্রজ ওরফে সোহেল গয়ালির ঘনিষ্ঠ বলে পরিচিত। সিবিআই সূত্রে দাবি, তারা তদন্তভার নেওয়ার পরই একটি অডিও ক্লিপ ভাইরাল হয়, যেখানে ব্রজকে নির্দোষ দাবি করে, অন্য একজনের নাম নিয়ে দোষী বলা হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, তদন্তকে ভুল পথে চালিত করতেই অডিও ক্লিপটি তৈরি করা হয়েছিল।
আরও পড়ুন, জুনেই ফের আছড়ে পড়বে চতুর্থ ঢেউ? দেশের ঊর্ধ্বমুখী করোনাগ্রাফে বাড়ছে উদ্বেগ
অডিও ক্লিপ ঘিরে বিতর্ক
এই অডিও ক্লিপটি কাদের? কারা নির্যাতিতার বাবা-মা-কে হাসপাতালে না যাওয়ার জন্য হুমকি দিয়েছিল? নাবালিকার মৃতদেহ শ্মশানে নিয়ে গিয়ে দাহ করেছিল কারা? এই সমস্ত বিষয় জানতে, গত বৃহস্পতিবার বাড়িতে গিয়ে আকাশ বাড়ুই, দীপ্ত গয়ালি-সহ ৬ জনকে জিজ্ঞাসাবাদ করে CBI। সেদিনই তাঁদের কৃষ্ণনগরের ক্যাম্পে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
শনিবার ফের তাঁদের ক্যাম্পে নিয়ে আসা হয়। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, বয়ানে একাধিক অসঙ্গতি থাকায়, তাঁদের গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবার ধৃতদের রানাঘাট আদালতে তোলা হলে, ৪ দিনের CBI হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।