প্রদ্যোৎ সরকার, নদিয়া: আধার কার্ড বাতিলের (Aadhaar Card Cancel) চিঠি এবার নদিয়ার কৃষ্ণগঞ্জে। অভিযোগ, বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামের প্রায় ৫০ থেকে ৬০টি বাড়িতে পৌঁছেছে আধার বাতিলের চিঠি। এরপর ব্য়াঙ্কিং পরিষেবা (Banking Service) থেকে শুরু করে রেশন কীভাবে পাবেন, তা ভেবে দুশ্চিন্তায় ঘুম ছুটেছে ওই সব পরিবারের।
ফের আধার বাতিলের চিঠি: পূর্ব বর্ধমানের জামালপুরের পর এবার নদিয়ার কৃষ্ণগঞ্জ। ফের আধার বাতিলের চিঠি পৌঁছল রাজ্যের একাধিক জায়গায়। রবিবার বীরভূমের সিউড়ির সভা থেকে আধার বাতিল ইস্যুতে কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই আক্রমণের দিনই নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় একাধিক গ্রামবাসীর আধার নিষ্ক্রিয়করণের খবর সামনে এসেছে। সম্প্রতি ঠিক যেমনটা দেখা গিয়েছিল পূর্ব বর্ধমানের জামালপুরের জুতিহাটি গ্রামে। নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রের বাবলাবন, নিধিপোঁতা, গোবিন্দপুর, টুঙ্গী, কাদিপুর সহ বিভিন্ন গ্রামের ৫০ থেকে ৬০টি বাড়িতে ডাকযোগে আধার নিষ্ক্রিয়করণের চিঠি গেছে বলে অভিযোগ।
চিঠিতে লেখা হয়েছে, আপনার আধার নিষ্ক্রিয় করা হল। তার কারণ হিসেবে চিঠিতে লেখা হয়েছে, ভারতবর্ষে থাকতে গেলে যা যা নিয়ম মেনে চলা প্রয়োজন, তা পূরণ করা হয়নি। আর এই চিঠি হাতে পেয়ে দুশ্চিন্তায় ঘুম ছুটেছে এই সব পরিবারের। কৃষ্ণগঞ্জের বাসিন্দা অসিত মণ্ডল বলেন, “দিলেনই বা কেন, আর এরকম করছেনই বা কেন! আমরা এখন কোথায় যাব? ছেলেমেয়ে নিয়ে আমরা এখন দুশ্চিন্তায়।’’ আরেক বাসিন্দা সুশীল বিশ্বাস বলেন, “আমার বাড়িতে পোস্ট অফিস থেকে চিঠি দিয়ে গিয়েছে। চিঠি পড়ে দেখি, তাতে লেখা রয়েছে ডিঅ্যাক্টিভেটেড। মানে আধারটা পুরো বাতিল! এটা নিয়ে বিডিও সাহেবের কাছে গিয়েছিলাম। বিডিও সাহেব বললেন, আমাদের কাছে এখনও কোনও খবর আসেনি। আধার বাতিল মানে কী! ব্যাঙ্কে গিয়ে সেখানে আধার কার্ড, পুরো স্টপ। রেশন পাবে না।’’
ব্যাঙ্কিং পরিষেবা থেকে শুরু করে রেশন সহ বিভিন্ন সরকারি পরিষেবা এখন আধার নির্ভর। আর সেই আধার বাতিলের চিঠি পেয়ে চরম অনিশ্চয়তায় ভুগছেন এই সব গ্রামবাসীরা। এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে কৃষ্ণগঞ্জের বিডিও বলেন, চিঠি দেখেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সরকারিভাবে কোনও নির্দেশিকা আমাদের কাছে এখনও পর্যন্ত আসেনি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Sandeshkhali Update: 'টাকা না দেওয়ার অভিযোগ পাওয়া যায়নি,' শিবু হাজরাকে 'ক্লিনচিট' তৃণমূলের