কলকাতা: উত্তম সর্দারকে সাসপেন্ড করলেও শিবু হাজরাকে 'ক্লিনচিট' দিল তৃণমূল (Trinamool Congress)। শিবু হাজরার বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ পাওয়া যায়নি বলে দাবি পার্থ ভৌমিকের ( TMC Leader Partha Bhowmick)। তাঁর কথায়, 'সন্দেশখালির বাসিন্দাদের ক্ষোভ স্থানীয় নেতৃত্বের ওপর। অভিযোগ যথার্থ বলেই উত্তম সর্দারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দল।'


শিবু হাজরাকে 'ক্লিনচিট': গণধর্ষণের ধারা যোগ করার পর শনিবারই তৃণমূলের সন্দেশখালি ২ নম্বর ব্লকের সভাপতি শিবু হাজরাকে গ্রেফতার করেছে পুলিশ। আর তার ২৪ ঘণ্টার মধ্যেই সন্দেশখালি গেলেন রাজ্যের তিন মন্ত্রী। রবিবার সেচমন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে ছিলেন আরও দুই মন্ত্রী সুজিত বসু এবং বীরবাহা হাঁসদা। সন্দেশখালি সামগ্রিক পরিস্থিতি প্রসঙ্গে এদিন পার্থ ভৌমিক বলেন, “মানুষের ক্ষোভ আছেই। সেটা অস্বীকার করে লাভ নেই। এর আগে ১৩ তারিখ শুনেছি। আজকেও শুনলাম। আজকে সেই ক্ষোভ মেটানোর প্রক্রিয়া কিছুটা চেষ্টা করেছি।  এদের ক্ষোভ স্থানীয় নেতৃত্বের উপর। উত্তম সর্দারের বিরুদ্ধে অভিযোগ যথার্থ বলেই দল সাসপেন্ড করেছে। শিবু হাজরার বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ পাওয়া যায়নি। আজকে একটা দোকানের তালিকা এসেছে, যে তাঁরা টাকা পান। কী কারণে পায়, সেই কাগজটা  আমরা নিয়েছি। অনুসন্ধান করব। তারপর দেখব।’’


উত্তম সর্দারের পাশাপাশি শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধেও ফুঁসছে সন্দেশখালি। যে ক্ষোভের রেশ গিয়ে পড়েছিল তৃণমূলের জেলা পরিষদ সদস্যের পোলট্রি ফার্ম ও বাড়িতে। এদিন লঞ্চে নদী পেরনোর পর, ৬ কিলোমিটার টোটোয় চেপে সেহেরা-রাধানগর গ্রাম পঞ্চায়েত এলাকার ভোলাখালি আদিবাসী শিক্ষানিকেতনে পৌঁছন তৃণমূলের প্রতিনিধিরা। সেখানে স্থানীয় নেতৃত্বের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তাঁরা। সূত্রের দাবি, সেখানে পার্থ ভৌমিক বলেন, দল কড়া ব্যবস্থা নিয়েছে। ৬ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে উত্তম সর্দারকে। বাকিটা প্রশাসন দেখছে। বিভিন্ন কারণে তৃণমূল নেতাদের কাছ থেকে যারা প্রাপ্য টাকা না পাওয়ার অভিযোগ তুলেছেন, এদিন সেরকম ৪০ জন গ্রামবাসীকেও ডাকা হয়েছিল। তাঁদের মধ্যে ১০ জনকে এদিন টাকা দেওয়া হয়েছে। সূত্রের খবর, বাকিদের উদ্দেশে সেচমন্ত্রী বলেছেন,  যারা যারা টাকা পান, আমি পার্থ ভৌমিক বলছি, আমাদের কর্মীরা সোমবার থেকে আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে টাকা দিয়ে আসবে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Coochbehar News: ১০০ দিনের কাজের টাকা বিলির ক্যাম্প বন্ধের অভিযোগ, কাঠগড়ায় বিজেপি