প্রদ্যোৎ সরকার, নদিয়া: স্বপ্ন ছিল একটাই। ইঞ্জিনিয়ারিং (Engineering) পড়া এবং বড় চাকরির। ছোটবেলা থেকেই আকাশে প্লেন দেখলে মায়ের কাছে জানতে চাইতেন ওর ভেতর কী আছে মা? উত্তর পেলেই প্রতিউত্তর থাকত আমিও একদিন উঠবো। সেই স্বপ্নই এবার পূরণ হতে চলেছে কৃষ্ণনগরের দেবর্ষি মৈত্রের।
গুগলে (Google) বার্ষিক ১ কোটি ৪০ লক্ষ টাকা বেতনের চাকরি পেয়েছেন তিনি। স্বপ্ন সার্থক করে উড়োজাহাজে করে পাড়ি দেবেন সুদূর লন্ডনে। কৃষ্ণনগর ঘূর্ণির দেবর্ষি রাধানগর চৈতন্য বিদ্যাপীঠ থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করার পর কৃষ্ণনগর হাই স্কুল থেকে মাধ্যমিক পাস করেন। এরপর কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে উচ্চমাধ্যমিক দেওয়ার পর জয়েন্ট এ পাস করে তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হন।
আরও পড়ুন, বিশেষভাবে সক্ষম শিশুকে প্লেনে উঠতে দিতে বাধা! লক্ষাধিক টাকার জরিমানা ইন্ডিগোকে
ইঞ্জিনিয়ারিং এর চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ হলেও রেজাল্ট এখনও হাতে পাননি তিনি ৷ এরই মধ্যে অসাধ্য সাধন করে ফেলেছেন। গত ২৫ তারিখ গুগল থেকে অফার লেটার আসে দেবর্ষির কাছে। তারপর থেকেই বাড়িতে আনন্দের পরিবেশ। খবর পেয়ে প্রতিবেশীরা ভিড় জমাচ্ছেন বাড়িতে। ছেলের সাফল্যে খুশি বাবা বাদল মৈত্র এবং মা বকুল মৈত্র।
বাদলবাবু বলেন, "আমার সবসময়ই ইচ্ছে ছিল ছেলেমেয়েকে নিজের মনের মত করে মানুষ করার। ইঞ্জিনিয়ারিং পড়ার সময়ই ওঁর মাকে বলেছিল যে চাকরি পেলে বাবাকে আর কাজ করতে দেব না। কিন্তু ছেলে তো লন্ডনে চলে যাবে। আমি পৈতৃক ভিটে ছেড়ে আর কোথায় যাব। এখন লেখালেখি নিয়েই থাকব।" মায়ের কথায়, "ভীষণ খুশি হয়েছি। মা হিসেবে একটাই কষ্ট আমার ছেলেটা অনেক দূরে চলে যাবে, দূরে থাকতে হবে ওঁকে।"